রাজনৈতিক আঙিনায় নরেন্দ্র মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুই মেরুর বাসিন্দা হলেও বীরভূমে এক ঘরে দেখা মিলল মোদি মমতার। যদিও এই মোদী মমতা দেশের প্রধানমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী নন। দুজনে ভাই বোন, কাকতালীয়ভাবে একজনের নাম নরেন্দ্র মোদী আর দিদির নাম মমতা।
বীরভূমের দুবরাজপুরের ১৩ নম্বর ওয়ার্ডের কাছারি পাড়ার বাসিন্দা নরেন। তার একটি মুদিখানার দোকান রয়েছে। এতদিন পর্যন্ত এলাকার অনেকেই তাকে কেবল নরেন বলেই জানতেন। কিন্তু ভোটার তালিকা থেকে হঠাৎ করেই জানা যায় তার পুরো নাম নরেন্দ্র মোদি। যদিও তিনি নরেন্দ্র দামোদর দাস মোদী নন, তিনি নরেন্দ্র কুমার মোদি। অন্যদিকে তার দিদি অর্থাৎ মমতা, মমতা বন্দ্যোপাধ্যায় নন, তিনি মমতা আগারওয়াল।
আরও পড়ুন: সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে শিশু মৃ*ত্যু! উত্তেজনায় ছড়াতেই ক্ষমা চাইলেন চিকিৎসক
বীরভূমের দুবরাজপুরের নরেন্দ্র মোদির বয়স ৫০ এবং তিনি দীর্ঘদিন ধরেই দুবরাজপুরে বসবাস করছেন। তাকে এলাকায় অধিকাংশরা নরেন বলে জানলেও যারা তার নাম নরেন্দ্র মোদি বলে জানেন তারা হাসির ছলে অনেক সময় প্রধানমন্ত্রী এসেছেন বলেও মজা করেন।
অন্যদিকে হাতের কাছে নরেন্দ্র মোদী আর মমতাকে পেয়ে দুবরাজপুরের বিজেপি তৃণমূল কর্মীরা রীতিমতো উচ্ছ্বসিত।
