শ্যাম্পু তো ব্যবহার করেন, কিন্তু একে বাংলায় কী বলে! ৯৯ শতাংশরা জানেন না

Antara Nag

Published on:

Advertisements

শ্যাম্পু (Shampoo) হচ্ছে চুলের যত্ন নেওয়ার জন্য ব্যবহৃত একটি তরল বা অর্ধ তরল পদার্থ। এটি মূলত চুল থেকে তৈলাক্তভাব, ময়লা, খুশকি, পরিবেশের বিভিন্ন বিষাক্ত পদার্থ, এবং অন্যান্য দূষিত পদার্থ চুল থেকে দূর করে। আর শ্যাম্পু ব্যবহার করে না এমন মানুষ পাওয়া দুষ্কর। তবে শ্যাম্পু একটি ইংরেজি শব্দ এর বাংলা প্রতিশব্দ কি? তা জানেন না অনেক মানুষই।

Advertisements

বর্তমান সময়ে প্রায় প্রতিটি বাড়িতেই শ্যাম্পুর ব্যবহার দেখা যায়। অনেকেই ভাবেন শ্যাম্পু হয়ত বিদেশে থেকে ভারতে আমদানি হয়েছে। তবে যাঁরা এমনটা ভাবেন তাঁরা এটা জেনে অবাক হবেন যে, শ্যাম্পুর প্রথম প্রচলন ভারতেই হয়েছিল। ভারতে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ প্রথম শ্যাম্পুর ব্যবহার শুরু করে। চলুন জেনে নেওয়া যাক শ্যাম্পুর আদি কথা।

Advertisements

ঐতিহাসিক তথ্য অনুযায়ী ঔপ্যনিবেশিক আমলে শ্যাম্পু শব্দটি ইংরেজি ভাষায় অন্তর্ভুক্ত হয়। ১৯৬২ সালে প্রথম এই শব্দটির ব্যবহার হয়। এটি সংস্কৃত শব্দ চপতি থেকে নেওয়া হয়, যার অর্থ মসৃণ বা শান্ত করা। হিন্দিতে এটিকে চ্যাম্পো বলা হত। মনে করা হয় যে, ভারতীয় উপমহাদেশে বিভিন্ন ধরনের ভেষজ এবং তাদের নির্যাস প্রাচীনকাল থেকেই শ্যাম্পু হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রথমে সভান্ত (Sapindus) ও আমলকির (Amla) সঙ্গে বিভিন্ন জরিবুটি মিলিয়ে একটি নির্যাস তৈরি করা হত। তারপর তাই দিয়েই প্রস্তুত করা হত শ্যাম্পু।

Advertisements

ভারতে ঔপ্যনিবেশিক ব্যবসায়ীরা (Business) তাঁদের স্নানের সময় প্রতিদিন চুল পরিস্কার ও দেহ ম্যাসাজ শুরু করেন। এরপর তাঁরা যখন ইউরোপে (Europe) ফেরেন তখন সেখানেও এই অভ্যাস বজায় রাখেন। তখনই তাঁরা একে শ্যাম্পু নামে উল্লেখ করেন। পরবর্তীকালে বিদেশী সংস্থাগুলিই শ্যাম্পুকে সারা বিশ্বে জনপ্রিয় করার কাজ করেন।

পরবর্তীতে ধীরে ধারে বিশ্ব জুড়ে শ্যাম্পুর ব্যবহার শুরু হয়। তাকে বাজারজাতও করা হয়। বর্তমানে বিশ্ব জুড়ে শ্যাম্পুর বিপুল বাজার রয়েছে। তবে শ্যাম্পুকে বাংলায় কী বলে তা ভাবিয়ে তোলে অনেককেই। তবে আপনারা জানলে অবাক হবেন শ্যাম্পুকে বাংলায় মাথা ধোয়ার ডিটার্জেন্ট বা সাবান যুক্ত তরল পদার্থ বা কেশ পরিমার্জক বলা হয়। তবে এগুলি খুব একটা প্রচলিত নয়। শ্যাম্পুকে প্রচলিত বাংলায় শ্যাম্পুই বলা হয়ে থাকে।

Advertisements