Mamata Govt New Scheme: দুয়ারে সরকার অতীত! এবার নতুন কর্মসূচির ঘোষণা মমতার, মিলবে এইসব সুবিধা

নিজস্ব প্রতিবেদন : মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দোপাধ্যায় বছরভর নানান প্রকল্প চালু করে থাকেন। কখনো তাকে চালু করতে দেখা গিয়েছে স্বাস্থ্য সাথী প্রকল্প, কখনো আবার চালু করতে দেখা গিয়েছে লক্ষ্মীর ভান্ডার, কখনো আবার দুয়ারে সরকার। তবে এবার এসবকে অতীত করে লোকসভা নির্বাচনের আগে নতুন এক প্রকল্পের (Mamata Govt New Scheme) ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মমতা সরকারের ঘোষিত নতুন এই প্রকল্পের কি নাম, তাতে কি কি সুবিধা মিলবে চলুন দেখে নেওয়া যাক।

লোকসভা নির্বাচনের আগে রাজ্যের মানুষদের কাছে আরও বেশি করে পৌঁছানোর জন্য নতুন এই প্রকল্প চালুর ঘোষণা করা হলো। মমতা সরকারের নতুন এই প্রকল্প রাজ্যের মানুষদের অনেক বেশি সুবিধা দেবে বলেই মনে করা হচ্ছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে একটি সাংবাদিক বৈঠক করেন। যেখানে রাজ্য এবং দেশের বিভিন্ন পরিস্থিতির প্রসঙ্গে তাকে কথা বলতে দেখা যায়। এই সাংবাদিক বৈঠকেই তিনি নতুন প্রকল্পের ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নতুন যে প্রকল্পের ঘোষণা করেছেন তার নাম হলো জনসংযোগ কর্মসূচি। নতুন এই কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য রাজ্যের প্রতিটি পোলিং স্টেশন অনুযায়ী তিনজন করে অফিসার বসবেন এবং সাধারণ নাগরিকরা তাদের কাছে গিয়ে নিজেদের সমস্যার কথা জানাবেন। অফিসারদের তরফ থেকে নাগরিকদের সমস্যা অনুযায়ী সমাধানের পথ দেখানো হবে।

আরও পড়ুন 👉 Mamata Bandopadhyay: না পাওয়া বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নতুন এই প্রকল্প শুরু হবে আগামী ২০ জানুয়ারি থেকে এবং তা চলবে ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ পর্যন্ত। এই প্রকল্প চলাকালীন যে সকল অফিসার বা আধিকারিকরা বলবেন তাদের কাছে এসসি, এসটি শংসাপত্র সংক্রান্ত সমস্যা থাকলে জানানো যাবে। এছাড়াও রেশন সংক্রান্ত সমস্যা, কৃষক ভাতা সংক্রান্ত সমস্যার বিষয় জানানো যাবে। পাশাপাশি পরিযায়ী শ্রমিকরা তাদের নাম নথিভূক্ত করতে পারবেন।

নতুন এই প্রকল্পের পরিপ্রেক্ষিতে অনেকেই রয়েছেন যারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করার সুযোগ পাননি। সেই সকল নাগরিকরা এবার রাজ্য সরকারের নতুন জনসংযোগ কর্মসূচিতে গিয়েও সমাধানের পথ দেখতে পারবেন। যদিও এই ধরনের প্রকল্প আগেও বিভিন্ন সময় চালু করতে দেখা দিয়েছে রাজ্য সরকারকে।