এইসব প্রকল্পে আধার লিঙ্ক না হলে চলবে না, জানিয়ে দিল নবান্ন

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র হোক অথবা রাজ্য, প্রত্যেক সরকারের তরফ থেকে নাগরিকদের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প চালু করা হয়ে থাকে। তবে সেই সকল প্রকল্প নিয়ে নানান ধরনের কারচুপির অভিযোগও উঠতে দেখা যায়। সেই সকল কারচুপির ফলে দেখা যায় সত্যিই যার দরকার সেই উপভোক্তা পাচ্ছেন না, অথচ যার দরকার নেই তিনি সেই প্রকল্পের লাভ তুলছেন। এই ধরনের কারচুপি ঠেকাতে এবার সরকারের তরফ থেকে আধার লিঙ্ক (Aadhaar Link) বাধ্যতামূলক করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকল্পে আধার লিঙ্ক করার জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে। আর এবার সেই পথ অনুসরণ করেই রাজ্য সরকারের তরফ থেকেও বিভিন্ন প্রকল্পে আধার লিঙ্ক বাধ্যতামূলক বলে ঘোষণা করা হলো। নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে সেইসব প্রকল্প সম্পর্কে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে আধার লিঙ্ক না থাকলে চলবে না।

সম্প্রতি রাজ্যজুড়ে দুয়ারে সরকার কর্মসূচি চলছে এবং এই কর্মসূচির ব্যস্ততার মধ্যেই প্রত্যেক জেলার জেলাশাসকদের কড়া বার্তা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। যেখানে জানানো হয়েছে, ১০০ দিনের কাজ, বার্ধক্যভাতা (ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম), জাতীয় গ্রামীণ জীবন–জীবিকা মিশন (আনন্দধারা) এবং আবাস যোজনার ক্ষেত্রে যত দ্রুত সম্ভব আধার সংযুক্তিকরণের কাজ শেষ করতে হবে।

জানা যাচ্ছে, কেন্দ্র সরকারের যে সকল প্রকল্প রয়েছে সেই সকল প্রকল্পের ক্ষেত্রে ১০০% আধার সংযুক্তিকরণ না হলে টাকা পাওয়া যাবে না। এক্ষেত্রে আধার সংযুক্তিকরণের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আর কেন্দ্র টাকা দেওয়ার বিষয়ে টালবাহানা করতে পারবে না। যে কারণেই এমন নির্দেশিকা জারি করা হয়েছে।

সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে ১০০ দিনের কাজের ক্ষেত্রে ৯৭.৬ শতাংশের আধার সংযুক্তিকরণ হয়েছে। দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে আধার সংযুক্তিকরণের কাজ ১০০ শতাংশ হয়েছে। আলিপুরদুয়ার, হুগলি, নদীয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনায় ৯৯ শতাংশ শেষ হয়েছে। তবে এখনো বেশ কিছু জেলা রয়েছে যেগুলি আধার সংযুক্তিকরণের থেকে কিছুটা হলেও পিছিয়ে রয়েছে।