Advertisements

Higher Secondary Exam Registration: উচ্চমাধ্যমিক পরীক্ষার মাঝেই সংসদের বড় ঘোষণা, পরের বছরের পরীক্ষার্থীরা পাবেন বাড়তি সুবিধা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam 2024) ইতিমধ্যেই চলছে। তবে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার চলাকালীনই আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দেওয়া হলো। প্রস্তুতি শুরু করা হয়েছে মূলত বেশ কিছু ক্ষেত্রে নিয়মে পরিবর্তন আনার পরিপ্রেক্ষিতে।

Advertisements

চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরু হওয়ার আগেই বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক বদল আনা হয়েছিল যাতে করে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে পরীক্ষার্থীরা। সেই মতো এখনো পর্যন্ত বড় ধরনের অপ্রীতিকর কোন ঘটনা ঘটতে দেখা যায়নি, মাঝে মাঝে প্রশ্নপত্র ফাঁস হওয়ার মতো কিছু অভিযোগ অবশ্য আসছে বিভিন্ন জায়গা থেকে। এসবের মধ্যেই আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন (Higher Secondary Exam Registration) নিয়ে বড় পদক্ষেপ নিল সংসদ।

Advertisements

আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য ইতিমধ্যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া হয়ে গেলেও এখনো অনেক স্কুল রয়েছে, যাদের শিক্ষকরা কোন ছাত্রের রেজিস্ট্রেশন করাননি। এর জন্য অবশ্য স্কুল কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করছে সংসদ। তবে পড়ুয়াদের ভবিষ্যতের কথা মাথায় রেখে পুনরায় রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Advertisements

আরও পড়ুন ? Higher Secondary Exam 2024: উচ্চমাধ্যমিকের সেরা ভুল! উত্তরপত্রের বদলে প্রশ্নপত্র জমা দিয়ে বাড়ি ফিরল এই ছাত্র

সংসদের ঘোষণা অনুযায়ী আগামী ১৪ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুনরায় রেজিস্ট্রেশন পোর্টাল খুলে দেওয়া হবে। যে সকল স্কুল কর্তৃপক্ষ তাদের পড়ুয়াদের নাম এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করান নি তারা ওই দিনগুলিতে সংসদের স্থানীয় অঞ্চল অফিসগুলিতে গিয়ে ফর্ম পূরণ করে আসবেন। ওই দিনগুলিতে যারা আসবেন তাদের উপযুক্ত কারণ দেখাতে হবে।

অন্যদিকে উপযুক্ত কারণ দেখিয়েই নিস্তার পাওয়া যাবে না বলেও জানা গিয়েছে। এক্ষেত্রে এই প্রক্রিয়ার মাধ্যমে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করার জন্য রেজিস্ট্রেশন ফি ছাড়াও বাড়তি ফি হিসাবে লেট ফি জমা দিতে হবে সংসদে। সুতরাং যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, তারা আরও একবার রেজিস্ট্রেশন করার সুযোগ পাচ্ছেন, তবে তার জন্য বাড়তি টাকা দিতে হবে সংসদকে।

Advertisements