১ লক্ষ ৭৩ হাজার টাকার বেতন, স্বাস্থ্য দপ্তরে রিডার নিয়োগ, হাতে সময় কম

নিজস্ব প্রতিবেদন : বেকার যুবক যুবতীরা উচ্চশিক্ষা লাভের পর চাকরির জন্য দৌড়ান। চাকরির অভাব দেশের সর্বত্র রয়েছে তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে কোন কোন ক্ষেত্রে যোগ্যতা থাকা সত্ত্বেও সঠিক পথপ্রদর্শকের অভাব এবং শূন্যপদ সংক্রান্ত খোঁজ না পাওয়ার ফলে তা হাতছাড়া করতে হয়। সেই সকল চাকরির খোঁজের মধ্যে স্বাস্থ্য দপ্তরে রিডার পদে নিযুক্ত হওয়ার বড় সুযোগ করে দিল রাজ্য সরকার।

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর ও পরিবার কল্যাণ বিভাগের তরফ থেকে নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্য সরকারি নার্সিং কলেজে কর্মী নিয়োগ করার বিষয়ে এই বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গের যে কোন জেলার স্থায়ী বাসিন্দারা এই সকল শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন।

শূন্য পদের নাম হল রিডার এবং ১৪ জন নিযুক্ত করা হবে এই সকল শূন্য পদে।

যে সকল চাকরি প্রার্থীরা এই সকল শূন্য পদে নিয়োগের বিষয়ে আগ্রহী তাদের যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Nursing -এ M.Sc / PhD / M. Phil এ ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে।

আগ্রহী চাকরি প্রার্থীদের বয়স ২০২৩ সালের ১ জানুয়ারি অনুযায়ী ৫৫ বছরের কম হতে হবে।

ইচ্ছুক চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য www.wbhrb.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার সময় সঠিক ইমেল আইডি, ফোন নম্বর সহ অন্যান্য জরুরী নথি জমা দিতে হবে। আবেদন করার জন্য হাতে মাত্র কয়েক দিন, কুড়ি জানুয়ারি ২০২৩ এর মধ্যে আবেদন করতে হবে ইচ্ছুক চাকরি প্রার্থীদের।

নিযুক্ত চাকরি প্রার্থীরা পে লেভেল অনুযায়ী প্রতি মাসে ৬৭ হাজার ৩০০ টাকা থেকে ১ লক্ষ ৭৩ হাজার ২০০ টাকা বেতন পাবেন। আবেদন করার সময় সাধারণ শ্রেণীর চাকরিপ্রার্থীদের ২১০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। যদিও সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের কোন ফি জমা দিতে হবে না।