WBNUJS Recruitment: কর্মী নিয়োগ হবে এই বিশ্ববিদ্যালয়ে? রইল আবেদনের খুঁটিনাটি

WBNUJS Recruitment: প্রত্যেকটি ছেলেমেয়ে চায় জীবনে প্রতিষ্ঠিত হতে। বর্তমানে চাকরির অবস্থা খুবই শোচনীয়, দীর্ঘদিন অপেক্ষা করার পরও অনেকে যোগ্য চাকরি পায় না। বয়স পেরিয়ে যায় তবুও সঠিক চাকরির সন্ধান পায় না বহু মানুষ। সঠিক চাকরির সন্ধান দেবে আজকের এই প্রতিবেদন, যা বদলে দিতে পারে আপনার ভাগ্য। আজকের এই প্রতিবেদনটিতে চোখ বোলালেই দেখতে পাবেন দুর্দান্ত একটি কাজের সুযোগের কথা। কারা আবেদন করতে পারবেন? কি ধরনের যোগ্যতা লাগবে? বয়সসীমা কত? বেতন কত দেওয়া হবে? সমস্ত অজানা তথ্যের সন্ধান পাবেন এই প্রতিবেদনে।

আইনে স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন যেসব প্রার্থীরা, এমন প্রার্থীদের নিয়োগ (WBNUJS Recruitment) করবে দ্য ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য জানানো হয়েছে। এমন সুযোগ হাতছাড়া করা সঠিক হবে না। যারা আবেদন করবেন তারা বিস্তারিতভাবে পড়ে নিন এই প্রতিবেদন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (WBNUJS Recruitment) পদে কর্মী নিয়োগ করা হবে। কিন্তু শূন্যপদ সংক্রান্ত কোনও তথ্য বিজ্ঞপ্তিতে এখনো পর্যন্ত দেওয়া হয়নি। ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চের অর্থপুষ্ট একটি প্রকল্পে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিযুক্ত ব্যক্তিকে কাজ করতে হবে। এই চাকরির ক্ষেত্রে নিয়োগ করা হবে ছ’মাসের চুক্তিতে।

আরও পড়ুন: রাজ্যের বিদ্যুৎ কর্পোরেশনের একাধিক পদে কর্মী নিয়োগ, আবেদন কিভাবে করবেন?

এলএলএম কিংবা এলএলবি ডিগ্রি অর্জন করেছেন, এমন প্রার্থীরা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদের (WBNUJS Recruitment) জন্য আবেদন করতে পারবেন। তবে এই পদের জন্য যারা আবেদন করবেন তাঁদের কোনও গবেষণামূলক প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। একই সঙ্গে প্রার্থীর অন্তত দু’টি গবেষণাপত্র স্বীকৃত জার্নালে প্রকাশিত হওয়া আবশ্যক। স্নাতক কিংবা স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর অবশ্যই থাকতে হবে।

২৫শে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যসমেত আবেদনপত্র পাঠাতে হবে। যেসব প্রার্থীদের বাছাই করা হবে তাদের ইন্টারভিউয়ের জন্য ২৮শে ফেব্রুয়ারি ডেকে নেওয়া হবে। পদ সংক্রান্ত অন্যান্য বিষয়ে জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন। দেরি না করে কাজে লাগিয়ে ফেলুন এই দুর্দান্ত সুযোগ।