WBPDCL Recruitment: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর শোনালো পশ্চিমবঙ্গ বিদ্যুৎ কর্পোরেশন। সম্পতি সংস্থার ওয়েবসাইট মারফতে প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। রাজ্যের স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন এই চাকরিতে। চুক্তির ভিত্তিতে হবে নিয়োগ। যোগ্যতা কি লাগবে? কিভাবে আবেদন করতে হবে? নিয়োগ কিভাবে হবে? জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। না হলে হাতছাড়া হবে চাকরি।
পদের নাম
বিজ্ঞপ্তি অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে একাধিক পদে কর্মী নিয়োগ হবে। সেই পদগুলি হলো কনসালট্যান্ট, ম্যানেজার, সেফটি অফিসার, সুপারভাইজিং অফিসার, হেলথ অফিসার, ইলেকট্রিক্যাল সুপারভাইজার, জুনিয়র কনসালট্যান্ট, ম্যাগাজিন ইন-চার্জ, অ্যাসিস্ট্যান্ট মাইন্স সুপারিনটেনডেন্ট, এজেন্ট এবং ব্লাস্ট ইন-চার্জিং।
মোট শূন্যপদ
রাজ্যের বিদ্যুৎ কর্পোরেশনে (WBPDCL Recruitment) মোট ২৮টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
বয়সসীমা
মূলত অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের জন্যই এই চাকরির সুযোগ। ফলস্বরূপ আবেদন করতে গেলে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৬৩ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেনী ছাড়া এর উর্ধ্বে কোন প্রার্থীল আবেদন গ্রহণযোগ্য হবে না।
যোগ্যতার মাপকাঠি
রাজ্যের বিদ্যুৎ কর্পোরেশনের চাকরিতে আবেদন করতে গেলে প্রার্থীকে কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। অর্থাৎ উপরে উল্লেখিত পদগুলির মধ্যে একটিতে প্রার্থীর ১-২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবেই সেই আবেদন স্বীকার করা হবে। পাশাপাশি বিভিন্ন পদের জন্য যোগ্যতার মাপকাঠি ভিন্ন রয়েছে।
মাসিক বেতন
ওপরে উল্লিখিত পদে (WBPDCL Recruitment) নিযুক্ত প্রার্থীদের প্রতি মাস পিছু বেতন মিলবে ২৯,০০০/- থেকে ৯৪০০০/- টাকা।
আরও পড়ুন: বাংলার পরিবর্তে এবার বাঙালি, নতুন রূপে ধরা দিতে চলেছে রাজ্য সঙ্গীত
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট পদে অনলাইনে আবেদন করতে পারবেন। এর জন্য রাজ্যের বিদ্যুৎ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বৈধ নম্বর এবং ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপর আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে কেরিয়ার অপশন থেকে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে আবেদন পত্র পূরণ করে সাবমিট করলেই আবেদন সম্পন্ন হবে।
নিয়োগ পদ্ধতি
বিজ্ঞপ্তি অনুযায়ী চুক্তির ভিত্তিতে হবে নিয়োগ (WBPDCL Recruitment)। ২ বছরের জন্য বাছাই করা প্রার্থীদের নিয়োগ করা হবে। তবে তাদের দক্ষতা দেখে পরবর্তীতে মেয়াদ বৃদ্ধি হতে পারে।
নির্বাচন প্রক্রিয়া
সংস্থার ওয়েবসাইট মারফতে জানা গিয়েছে কলকাতার অফিস থেকে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। ইমেল মারফতেই বাছাই করা প্রার্থীদের সাথে যোগাযোগ করবে সংস্থা।
আবেদনের শেষ তারিখ
বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট পদে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ২০২৫ সালের মার্চ মাসের ৮ তারিখ পর্যন্ত।
আরো বিস্তারিত জানতে অনুসরণ করুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।