WBPSC Recruitment: আসন্ন ২০২৬এ রয়েছে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগেই রাজ্যে প্রকাশিত হচ্ছে একের পর এক বিভিন্ন সংস্থান তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। তেমনি সম্প্রতি আবারও এক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। যেখানে আবেদন করতে পারবেন রাজ্যের নাগরিকরা। কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন প্রার্থীরা? কোন পদে আবেদন করতে হবে? বেতন কত মিলবে? জেনে নিন এই প্রতিবেদনে।
বিজ্ঞপ্তি নম্বর:- পাবলিক সার্ভিস কমিশনের তরফে প্রকাশিত এই চাকরির বিজ্ঞপ্তি নম্বর হল ০১/২০২৫।
পদের নাম:- রাজ্যের পিএসসি (WBPSC Recruitment) তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ:- সংশ্লিষ্ট পদে মোট কর্মী নিয়োগ করা হবে ২৫টি।
বয়সসীমা:- মূলত উচ্চতর পদের জন্যই পিএসসি তরফে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাই বেশি বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
শিক্ষাগত মান:- উপরে উল্লেখিত পদে (WBPSC Recruitment) আবেদন করতে গেলে প্রার্থীর যোগ্যতা লাগবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক উত্তীর্ণ অথবা MBA অথবা PGDM। পাশাপাশি রাজ্য সরকারি দপ্তরে ৮ বছর ধরে কর্মরত থাকতে হবে।
আবেদন পদ্ধতি:- আগ্রহী প্রার্থীরা রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। এর জন্য আগ্রহী প্রার্থীকে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে আবেদনপত্র পূরণ করে সাবমিট করলেই আবেদন সম্পন্ন হয়ে যাবে।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাশে মিলছে চাকরি, এয়ারপোর্টে নিয়োগ করা হচ্ছে প্রচুর কর্মী
নিয়োগ পদ্ধতি:- বিজ্ঞপ্তি অনুযায়ী লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে পাবলিক সার্ভিস কমিশনের উল্লেখিত পদে। আর এই লিখিত পরীক্ষায় যে বিষয়গুলি থাকবে তা হল সংবিধান, অডিটিং ও অ্যাকাউন্টেন্সি বিষয়, ইংরেজি, অডিট, অ্যাকাউন্ট এবং সার্ভিস নিয়ম, সাধারণ জ্ঞান এবং অঙ্ক।
আবেদনের সময়সীমা:- পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC Recruitment) তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস অফিসার পদে আগ্রহী প্রার্থীদের জন্য আবেদন শুরু হবে ২০২৫এর ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখ থেকে। যেখানে ২০২৫এর মার্চ মাসের ১৩ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। ১৩ তারিখের পর থেকে আর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট:- পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC Recruitment) এই কর্মী নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত জানতে অনুসরণ করুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।