নিজস্ব প্রতিবেদন : তাপমাত্রা দিন দিন যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে তাতে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। শুধু দক্ষিণবঙ্গ বললে ভুল হবে, তাপপ্রবাহে নাজেহাল উত্তরবঙ্গের জেলাগুলিও। রাজ্যের অধিকাংশ জেলায় এখন তাপমাত্রার পারদ ৪০° পার করেছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে টেকা দায় হয়ে পড়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকবে ৩৯ ডিগ্রির কাছাকাছি। বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪২ ডিগ্রির কাছাকাছি। মুর্শিদাবাদের তাপমাত্রা পৌঁছে যাবে ৪৩ ডিগ্রিতে। বাঁকুড়া সহ পুরুলিয়া এবং বিস্তীর্ণ এলাকার তাপমাত্রার পারদ থাকবে ৪৩ ডিগ্রি। বাকি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রার পারদ ৪০ থেকে ৪৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।
তবে এই তাপপ্রবাহের মধ্যেই হাওয়া অফিসের তরফ থেকে রাজ্যের ৫ জেলার জন্য সুখবর দেওয়া হল। দার্জিলিং, কালিম্পং জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বুধবার থেকে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। এই সকল জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা এই তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং নদিয়ায়। বাকি জেলাগুলি মূলত শুষ্ক থাকবে বলেই হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে।
তবে কবে থেকে স্বস্তি নেমে আসবে সেই প্রসঙ্গে হাওয়া অফিসের তরফ থেকে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ইদের আগে পর্যন্ত স্বস্তির মুখ দেখবে না দক্ষিণবঙ্গ। ইদের দিন থেকে আবহাওয়ার পরিবর্তন হবে এবং স্বস্তি নেমে আসবে অধিকাংশ জেলাতেই।