নিজস্ব প্রতিবেদন : শনিবার দুপুর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির দেখা মিললেও সোমবার সকাল থেকেই আর্দ্রতাজনিত কারণে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। আর এই হাঁসফাঁস অবস্থা বজায় থাকবে সোমবার সারাদিন। তবে উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের তরফ থেকে উত্তরবঙ্গে ১৫ই জুলাই পর্যন্ত লাল সর্তকতা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে সোমবার দক্ষিণবঙ্গের নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মঙ্গলবার ও বুধবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এই সকল জেলায় বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়ো হাওয়া ও বিদ্যুৎপাতের সম্ভাবনাও রয়েছে। সোমবারের পাশাপাশি এই সকল জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। শ্রীনিকেতন হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে এদিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং তিনি সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির কাছাকাছি থাকবে।
আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৯৭ শতাংশ। ন্যূনতম আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬৪ শতাংশ।
বর্তমানে মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ অবস্থান করছে হিমালয়ের পাদদেশে। অন্যদিকে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখার পশ্চিমাংশ। এর প্রভাবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারের বেশ কিছু অংশের অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।