বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত! এই দিন থেকে ফের বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। আপাতত দিন দুয়েক সেই বৃষ্টির পরিমাণ কমার পূর্বাভাস থাকলেও নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। তবে এরই মধ্যে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ এখন সুস্পষ্ট নিম্নচাপ রূপে মধ্যপ্রদেশের উপর অবস্থান করছে। আগামী দিন দুয়েকের মধ্যে এই নিম্নচাপ আবার গতি পরিবর্তন করে শক্তিশালী হয়ে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে উত্তরপ্রদেশে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। অন্যদিকে রবিবার ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে।

উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্ত পরবর্তী ৪৮ ঘন্টায় শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হতে পারে। উপকূলবর্তী এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলে আগামী সোম মঙ্গলবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। এই নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহের মতোই বৃষ্টিতে ভাসতে পারে বাংলা।

মৌসুমী অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে রাজস্থানের সুস্পষ্ট নিম্নচাপের ওপর দিয়ে ঝাড়খন্ড হয়ে পুরুলিয়া ও দীঘার ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, শুক্রবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘে ঢাকা থাকবে। মাঝে মাঝেই দু-এক পশলা বৃষ্টি দেখা যাবে।

শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম এবং পার্শ্ববর্তী এলাকায়। একইভাবে নিম্নচাপ তৈরি না হওয়ার আগে পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত দু এক পশলা বৃষ্টির কথা জানানো হয়েছে।