হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপবে ভারত, বঙ্গে কবে জানিয়ে দিলো হওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবার সকাল থেকেই কলকাতা এবং শহরতলী এলাকায় কুয়াশা লক্ষ্য করা যায়। আবহাওয়ার এই রূপ জানান দিচ্ছে শীত আসছে। আর এবছর হাওয়া অফিসের পূর্বাভাস হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপবে গোটা দেশ। কত ৫৮ বছরের রেকর্ড ভেঙে যেতে পারে চলতি বছর।

অন্যান্য বছরের তুলনায় চলতি বছর বর্ষা বেশ কিছুটা দেরিতে বিদায় নিয়েছে। মূলত বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপের কারণে বর্ষা বিদায় নিতে দেরি হয়েছে বাংলা থেকে। যে কারণে নভেম্বর মাসের প্রথমদিকে রাত এবং সকালের দিকে কিছুটা শীত অনুভূত হলেও দিনের বেলায় যথেষ্ট গরম রয়েছে। আর এই সকল পরিস্থিতির কারণে বঙ্গবাসীর মধ্যে প্রশ্ন বাংলায় কবে জমিয়ে শীত পড়বে?

এবিষয়ে মঙ্গলবার আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে খুব শীঘ্র শীতের আমেজ পাওয়া যাবে পশ্চিমবঙ্গে। পূর্বাভাস অনুযায়ী জানানো হয়েছে আগামীকাল থেকেই কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ নামতে শুরু করবে। অন্যদিকে এর ৪৮ ঘন্টা পর থেকে উত্তরবঙ্গের তাপমাত্রা নামতে শুরু করবে। রাতের দিকে তাপমাত্রা ২০ ডিগ্রীতে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের বেলায় আপাতত কয়েকদিন শীত অনুভূত হবে না।

বাংলার ক্ষেত্রে শীতের এমন ঢিলেমি ভাব থাকলেও ইতিমধ্যেই দিল্লিতে অক্টোবর মাসের শেষেই হু হু করে পড়ে যায় তাপমাত্রা। দিল্লির বিভিন্ন এলাকার ভিত্তিতে বর্তমানে তাপমাত্রা ১৫ ডিগ্রী থেকে ১৭.২ ডিগ্রির ধারে পাশে ঘোরাঘুরি করছে। অন্যদিকে দেশের জম্মু-কাশ্মীর, শ্রীনগরের বর্তমান তাপমাত্রা ০। লুধিয়ানা, পাঞ্জাব পুনে ও দেরাদুনের তাপমাত্রা ১৪.৩ ডিগ্রীর ধারেপাশে। এমন পরিস্থিতিতে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে লা নিনা।