কাদামাখা রাস্তায় নববধূর ফটোশুট, অবাক কান্ড ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন প্রতিনিয়ত নানান ধরনের ভিডিও ভাইরাল হতে দেখা যায়। এই সকল ভিডিওগুলির মধ্যে বেশ কিছু ভিডিও আলাদাভাবে নজর কাড়ে। ভিডিওগুলিতে আলাদা রসদ থাকার কারণে ভিডিওগুলি সহজেই নজর কাড়ে সোশ্যাল মিডিয়ার দর্শকদের। ঠিক সেই রকমই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক নববধূর ফটোশুটের ভিডিও ভাইরাল হয়েছে।

বিয়ের আগে, বিয়ের সময় অথবা বিয়ের পরে বিভিন্ন স্টাইলে দম্পতিদের ফটোশুটে অংশগ্রহণ করতে দেখা যায়। এই সকল ফটোশুট হয়ে থাকে ঝাঁ চকচকে ব্যাকগ্রাউন্ডে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে এক নব দম্পতি তার ফটোশুট করিয়েছেন কাদামাখা রাস্তায়।

কাদা মাখা রাস্তায় ওই নববধূ হেঁটে চলেছেন বিয়ের ঝাঁ চকচকে পোশাক পরে। ঐতিহ্যবাহী বিয়ের পোশাক ও ভারী গহনা পরে ওই কাদামাখা রাস্তায় হেঁটে চলা অবস্থায় রাস্তার গর্তগুলি এড়িয়ে যেতে দেখা যাচ্ছে তাকে। আর এদিকে ওই ফটোশুটের সময় তার চারপাশে যাচ্ছে যানবাহন। এমন ফটোশুট অনেকের কাছে অবাক লাগলেও কিন্তু এই ফটোশুটের মধ্য দিয়েই একটি বার্তা তুলে ধরা হয়েছে।

জানা যাচ্ছে, ওই নববধূ এবং তার ক্যামেরাম্যান এই রাস্তায় ফটোশুট করে রাস্তার বর্তমান অবস্থার কথা তুলে ধরেছেন। ওই নববধূ এবং ক্যামেরাম্যান হলেন কেরালার বাসিন্দা। তারা তাদের এলাকার রাস্তার সমস্যার কথা তুলে ধরতেই এমন পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানা যাচ্ছে।

ভাইরাল হওয়া ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করেছে অ্যারো ওয়েডিং কোম্পানি নামক একটি পেজের তরফ থেকে। খুব অল্প সময়ের জন্য হলেও এই ভিডিও শুট এখন সোশ্যাল মিডিয়ায় আলাদাভাবে নজর কেড়েছে এবং তা এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে।