শান্তিনিকেতনের বসন্ত উৎসবকে জাঁকজমক করতে ৮২ লক্ষ টাকা খরচ করছে রাজ্য সরকার

অমরনাথ দত্ত : এবারের বসন্ত উৎসব নিয়ে প্রথম থেকেই দেখা যায় টালবাহানা। বিশৃঙ্খলা, যানজট, পরিবেশ দূষণ ইত্যাদি ঘেরাটোপ থেকে নিজেদের বাঁচাতে এবছর বিশ্বভারতী কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় বসন্ত উৎসব দোলের অনেক আগেই করা হবে। যদিও সেই সিদ্ধান্ত দফায় দফায় জেলার প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠক বাতিল হয়, ঠিক হয় দোলের দিনেই শান্তিনিকেতনে বসন্ত উৎসব। আর তার জন্য আর্থিক, প্রশাসনিক সহযোগিতা থেকে শুরু করে অন্যান্য সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবে রাজ্য সরকার বিশ্বভারতীকে।

আর সেই মতো ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের বসন্ত উৎসবের রাশ এবার রাজ্য সরকারের হাতে। এবার বসন্ত উৎসবে কেবল সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্বভার নিচ্ছে বা পালন করছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। আর বাকি সমস্ত আয়োজন থেকে সমস্ত কিছু করছে রাজ্য সরকার। যার জন্য ইতিমধ্যেই খরচ ধরা হয়েছে ৮২ লক্ষ টাকা। এই খরচ আরও বাড়তে পারে বলে জানান রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ।

এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এবার শান্তিনিকেতনের বসন্ত উৎসবকে আরও জাঁকজমক করে তোলা হবে বলে জানা গিয়েছে। নিরাপত্তা ও যানজটের খাতিরে আগেই এবছর বসন্ত উৎসবের স্থান পরিবর্তন করা হয়েছে, বসন্ত উৎসব হবে পৌষ মেলার মাঠে। আর এই মেলার মাঠে নজরদারি চালানোর জন্য ১৫০টি সিসি ক্যামেরা লাগানো হবে। পাশাপাশি অনুষ্ঠান মাঠের বাইরে ও শহরের বিভিন্ন জায়গায় লাগানো হবে বেশ কয়েকটি জায়ান্ট স্ক্রিন।

আর এই সকল সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখতে শনিবার মাঠ পরিদর্শন করেন, বীরভূম জেলা সমাহর্তা মৌমিতা গোদারা বসু, বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং, বীরভূম জেলা পরিষদ পরামর্শদাতা অভিজিৎ সিংহ, মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ সহ বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী ও অন্যান্য আধিকারিকেরা।