করোনায় মৃতদের পরিবারকে ৫০০০০ টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু, রইলো আবেদন পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : মাসখানেক আগেই সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল করোনায় মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে দিতে হবে সরকারকে। সুপ্রিম কোর্টের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল, কোন মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট মৃত্যুর কারণ হিসাবে করোনার উল্লেখ না থাকলেও এই অনুদান দিতে হবে।

বিচারপতি এম. আর. শাহ ও জাস্টিস এএস বোপান্নার বেঞ্চ রাজ্য ও কেন্দ্র সরকারকে নির্দেশ দেয়, বিভিন্ন সংবাদমাধ্যমে এই বিষয়ে প্রচার করতে হবে। পাশাপাশি আর্থিক অনুদানের জন্য আবেদন করার ৩০ দিনের মধ্যে যেন ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণের সেই টাকা দেওয়া হয়। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর থেকে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে।

এই নির্দেশের পরিপ্রেক্ষিতেই করোনা আক্রান্ত হয়ে মৃতদের পরিবারদের ক্ষতিপূরণ দেওয়া শুরু করল পশ্চিমবঙ্গ সরকার। ক্ষতিপূরণ হিসাবে রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফ থেকে এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। তবে এই টাকা পেতে হলে অবশ্যই ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আবেদন করতে হবে।

ক্ষতিপূরণ পাওয়ার জন্য আবেদন করার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট wbdmd.gov.in থেকে সেই সংক্রান্ত ফর্ম ডাউনলোড করতে হবে। সেই ফর্মে প্রয়োজনীয় বিভিন্ন নথি দিতে হবে এবং তারপর তা জমা করতে হবে বিডিও অফিস, মহকুমা শাসক অফিস অথবা পৌরসভার বোরো অফিসে।

প্রয়োজনীয় নথি হিসাবে জমা দিতে হবে করোনায় মৃত্যুর শংসাপত্র, মৃতের ভোটার কার্ড/আধার কার্ড, নিকটাত্মীয়ের ভোটার কার্ড/আধার কার্ড, ব্যাঙ্কের পাসবইয়ের কপি/বাতিল চেক, উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত লিগাল হেয়ার সার্টিফিকেট, নিকটাত্মীয়ের প্রমাণ হিসেবে ম্যাজিস্ট্রেট/নোটারি পাবলিকের কাছ থেকে হলফনামা।