এবার পুজোয় ‘দিদির উপহার’, মিলবে বিনামূল্যে শাড়ি, প্রচারে তৃণমূল

নিজস্ব প্রতিবেদন : বাঙ্গালীদের সবথেকে বড় উৎসব দূর্গোৎসবে রয়েছে আর মাত্র হাতে কয়েকটা দিন। তবে করোনা সংক্রমণের কারণে গতবছরের থেকেও এই বছর পুজোয় যেন সর্বত্র ভাটা পড়েছে। পুজো প্যান্ডেল থেকে শুরু করে বাজার ঘাট সব জায়গাতেই শোনা যাচ্ছে, সেই আনন্দ আর নেই। এমত অবস্থায় জেলার মহিলাদের নতুন শাড়ি ‘দিদির উপহার’ হিসেবে দেওয়া হবে, এমনটাই মিলছে খবর।

সূত্র মারফত জানা যাচ্ছে, রাজ্য সরকারের তরফে রাজ্যের জেলায় জেলায় অভাবী পরিবারের মহিলাদের নতুন শাড়ি উপহার দেওয়া হবে। রাজ্য সরকারের নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে, ‘পুজোয় দিদির উপহার’। উৎসবের মরসুমে যাতে নতুন কাপড় না পেয়ে কারোর মন খারাপ না হয় তার জন্যই রাজ্য সরকারের তরফে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি ব্লকের অভাবী পরিবারের মহিলাদের হাতে এই শাড়ি তুলে দেওয়া হবে। ইতিমধ্যেই তৃণমূল স্তরের কর্মীদের মাধ্যমে সেই সকল অভাবী পরিবারের সদস্যদের একটি তালিকা তৈরি করার কাজ চলছে। তালিকা তৈরি হলেই সেই বিনামূল্যে শাড়ি হাতে তুলে দেওয়া হবে। তবে রাজ্য সরকারের তরফ থেকে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো ঘোষণা করা না হলেও তৃণমূলের তরফ থেকে প্রচার শুরু করে দেওয়া হয়েছে।

এগারোয় ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূল সরকার একাধিক প্রকল্পের পাশাপাশি মহিলাদের জন্য একাধিক বিশেষ প্রকল্পের উদ্বোধন করেছে। কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি বিভিন্ন প্রকল্পের পাশাপাশি এখন সম্প্রতি চালু হয়েছে ‘লক্ষ্মীর ভান্ডার’। এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই আবেদনপত্র গ্রহণ করা হয়ে গিয়েছে এবং চলছে। এরই মধ্যে সম্প্রতি শাড়ী দেওয়ার উদ্যোগ নিল রাজ্য সরকার।