বদলে গেল উচ্চমাধ্যমিকের সূচি, রইলো পরীক্ষার নতুন দিনক্ষণ

নিজস্ব প্রতিবেদন : ২০২০ সালে সম্পূর্ণ হয়নি উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ২০২১ সালে পুরোপুরি ভাবে বন্ধ ছিল পরীক্ষা। মূলত করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জন্য এই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। তবে এই বছর সংক্রমণ কম থাকায় পরীক্ষা নেওয়ার বিষয়ে বদ্ধপরিকর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা নেওয়ার পরিপ্রেক্ষিতে আগেই সংসদের তরফ থেকে সূচি প্রকাশ করা হয়েছিল। তবে সম্প্রতি সেই সূচির পরিবর্তন করতে হলো সংসদকে।

জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি বদল করতে হয়েছে, এমনটাই জানানো হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে। পরীক্ষার সূচি পরিবর্তন করার পর সোমবার নতুন সূচি প্রকাশ করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। পরীক্ষার সূচি বদল হতে পারে এই বিষয়ে আগেই তিনি আভাস দিয়েছিলেন।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ করার পাশাপাশি তিনি এই বিষয়ে কেন্দ্রীয় সংস্থার (এনটিএ) বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এই বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, কথা না বলেই জেইই মেন পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

বদল হওয়া সূচি অনুযায়ী ১৩ এপ্রিল যে সকল পরীক্ষা হওয়ার কথা ছিল অর্থাৎ কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং, ফিলোজফি, সোশিওলজি, এই পরীক্ষাগুলি হবে ১৮ এপ্রিল।

কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউিকেশন, সংস্কৃত, পারসি, আরবি, ফরাসি ভাষার পরীক্ষা হওয়ার কথা ছিল ১৬ এপ্রিল। এই পরীক্ষাগুলি নেওয়া হবে ১৩ এপ্রিল।

স্ট্যাটিসটিক্স, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট পরীক্ষা হওয়ার কথা ছিল ১৮ এপ্রিল। এই সকল পরীক্ষা নেওয়া হবে ২৫ এপ্রিল।

অর্থনীতি বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল ২০ এপ্রিল। এই বিষয়ের পরীক্ষা নেওয়া হবে ২৬ এপ্রিল।