Heavy Rain South Bengal: টানা ৫ দিন তুমুল বৃষ্টি! ভাসবে দক্ষিণবঙ্গের এই সকল জেলা, আবহাওয়ার মেগা খবর

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : অবশেষে দক্ষিণবঙ্গের দিকে মুখ তুলে তাকিয়েছে মৌসুমী বায়ু। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গের উপর সক্রিয় হতে শুরু করে গত সপ্তাহ থেকে। আর এরপর ধীরে ধীরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বাড়তে শুরু করেছে বৃষ্টির পরিমাণ। বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে এখন দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তুমুল বৃষ্টির (Heavy Rain South Bengal) সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস।

গত রবিবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলেছে। রবিবার থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মেলার পাশাপাশি বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং রবিবার পর্যন্ত বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের উপর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয় হওয়ার পিছনে রয়েছে বিহার থেকে আসাম পর্যন্ত বিস্তৃত থাকা একটি অক্ষরেখা। এই অক্ষরেখা উত্তরবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়। এছাড়াও আরও দুটি ঘূর্ণাবর্তের অবস্থান লক্ষ্য করা গিয়েছে। আর এই সকল ঘূর্ণাবর্তের জেরেই এখন উত্তর থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন 👉 Swasthya Sathi Scheme Rules Changed: স্বাস্থ্যসাথীর নিয়মে মেগা বদল আনল রাজ্য, আর এই ৩ ভুল হলেই মিলবে না টাকা

দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টির কমতির কারণে চিন্তা বেড়েছে ঠিক সেই রকমই আবার উত্তরবঙ্গে অতি বৃষ্টির কারণে চিন্তা বেড়েছে। তবে দক্ষিণবঙ্গে যে বৃষ্টির খামতি ছিল তা এই কয়েকদিনের ভারী বৃষ্টিতে অনেকটাই পূরণ হবে বলে আশা করা হচ্ছে। কেননা চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের যে সকল জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সকল জেলাগুলি হল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার মত জেলায়।

এই সকল জেলাগুলি ছাড়াও কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকায় মাঝারি ধরনের বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বুধবার এবং বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে। এই ৪ জেলার জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হওয়া অফিস।