ছাড় দিয়ে দিল রাজ্য মন্ত্রিসভা, এবার ৮০০ টাকা করে পাবে এই পড়ুয়ারা

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছেন। সেই সকল প্রকল্পের মধ্যে রয়েছে কন্যাশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, কৃষক বন্ধু, স্বাস্থ্য সাথী ইত্যাদি। এইরকম ডজন খানেকের বেশি প্রকল্প রয়েছে যেগুলি সরাসরি রাজ্যের বাসিন্দাদের সুযোগ-সুবিধা দিয়ে থাকে।

এই সকল প্রকল্পের মধ্যে আবার বেশ কিছু প্রকল্প রয়েছে যেগুলি সরাসরি পড়ুয়াদের সাহায্য করে। আর্থিক দিক দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের সাহায্য করার জন্য রয়েছে ঐক্যশ্রী। এছাড়াও রয়েছে শিক্ষাশ্রী। সম্প্রতি আবার রাজ্য সরকারের তরফ থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করা হয়েছে যার মাধ্যমে পড়ুয়ারা খুব অল্প সুদে ঋণ নিয়ে পড়াশোনা করার সুযোগ পান।

এসবের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়ে আলিপুরদুয়ারের হাসিমারায় এক প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী অনগ্রসর জাতি ও সংখ্যালঘু পডুয়াদের জন্য বৃত্তি প্রকল্প বন্ধের বিরুদ্ধে কেন্দ্রের তীব্র সমালোচনা করেন। সেখানে সমালোচনা করার পাশাপাশি তাদের জন্য নতুন করে একটি প্রকল্প ঘোষণা করেন। যে প্রকল্পের নাম দেওয়া হয় মেধাশ্রী (Medhashree Scheme)।

নতুন এই প্রকল্পের মধ্য দিয়ে রাজ্য সরকারের তরফ থেকে ওবিসি শ্রেণির পড়ুয়াদের ৮০০ টাকা করে ভাতা দেওয়া হবে। নতুন এই প্রকল্পের সম্মতি দেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার তরফ থেকে এবং এই প্রকল্প খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হবে বলেই জানা যাচ্ছে সূত্র মারফত।

সোমবার উন্নয়ন ভবনে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নতুন এই প্রকল্প উপস্থাপন করা হয় এবং এর সম্মতি দেওয়া হয় রাজ্য মন্ত্রিসভার তরফ থেকে। রাজ্য মন্ত্রিসভার তরফ থেকে সম্মতি দেওয়া হলেও কবে এই প্রকল্প শুরু হবে এবং কিভাবে আবেদন করতে হবে তা সম্পর্কে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি।