শক্তি বাড়িয়েছে নিম্নচাপ, কেমন থাকবে আবহাওয়া, জানালো হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ওড়িশা অভিমুখে এগিয়ে চলেছে। নিম্নচাপ শক্তি বাড়ানোর পর ওড়িশা অভিমুখে অগ্রসর হলেও পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? এই নিয়েই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে পূর্বাভাস।

হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে আপাতত পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা থেকে ভারী বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। এছাড়াও মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল মঙ্গলবার পর্যন্ত। হালকা থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই হবে বলে জানানো হয়েছে।

এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানা যাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই বর্ষার বিদায় পর্ব শুরু হয়ে যাবে দেশে। উত্তর পশ্চিম বঙ্গোসাগরের নিম্নচাপ ওড়িশা উপকূল হয়ে ওড়িশার উপর দিয়ে ছত্তিশগড়ের দিকে যাবে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তি বাড়াবে। এর প্রভাবে ওড়িশাতে কাল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে ছত্তিশগড়ে।

পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম হলেও দিনভর আকাশ মেঘলা থাকবে বলে জানানো হয়েছে বিভিন্ন জেলায়। এরই সঙ্গে দু-এক পশলা বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা অথবা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রার ক্ষেত্রেও খুব একটা স্বস্তি মিলবে না বলেও জানানো হয়েছে।

তবে এই যে নিম্নচাপ তৈরি হয়েছে এই নিম্নচাপের প্রভাবে বাংলার ঝাড়খণ্ড এবং উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বৃষ্টি পরিমাণ তুলনামূলক বেশি থাকবে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগণায়।