কেন এমন বীভৎস দুর্ঘটনা! করমণ্ডলের পরিণতিতে দানা বাঁধছে রহস্য, সামনে এই দুই কারণ

নিজস্ব প্রতিবেদন : শুক্রবার ভয়ঙ্কর দুর্ঘটনার মুখোমুখি হয় চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস (Coromandel Express)। ১২৮৪১ চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস হাওড়ার শালিমার থেকে দুপুর বেলায় রওনা দেওয়ার পর সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের বাহানগা বাজারের কাছে একটি মালগাড়িকে ধাক্কা মারে (Train Accident)। মালগাড়ির সঙ্গে ট্রেনটির সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে করমন্ডলের ইঞ্জিন মালগাড়ির উপর চেপে যায়।

শালিমার থেকে ট্রেনটি ২৩ টি কামরা নিয়ে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সন্ধ্যার সময় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অধিকাংশ কামরা ক্ষতির সম্মুখে। অসংখ্য কামরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সাম্প্রতিককালে যে সকল ট্রেন দুর্ঘটনা ঘটেছে তার মধ্যে করমণ্ডলের দুর্ঘটনা সবচেয়ে ভয়াবহ এবং ভয়ঙ্কর। ইতিমধ্যেই শনিবার সকাল ছয়টা পর্যন্ত যে আপডেট পাওয়া গিয়েছে তাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৩ এবং আহতের সংখ্যা ছড়িয়েছে এক হাজার।

তবে প্রশ্ন উঠছে কিভাবে এমন বীভৎস দুর্ঘটনা ঘটলো? করমণ্ডলের এমন ভয়ংকর পরিণতি নিয়ে রহস্য দানা বাঁধতে শুরু করেছে, একাধিক কারণ সামনে আসছে। এর পাশাপাশি যেভাবে করমন্ডল এক্সপ্রেস লোহার দলায় পরিণত হয়েছে তাতে উদ্ধারকার্য যত এগোবে ততই মৃতের সংখ্যা এবং আহতের সংখ্যা বাড়বে তা নিয়ে কোন সন্দেহ নেই।

দক্ষিণ ভারতের ভেলোর চিকিৎসা পড়াতে যাওয়া অধিকাংশ মানুষের ভরসা হল এই করমন্ডল এক্সপ্রেস। এর পাশাপাশি বহু পরিযায়ী শ্রমিক এই ট্রেনের উপর ভরসা করেই দক্ষিণ ভারত রওনা দিয়ে থাকেন। দুর্ঘটনার দিনেও এর ব্যতিক্রম হয়নি। সূত্র মারফত জানা যাচ্ছে বিভিন্ন জেলার চিকিৎসা করাতে যাওয়া ব্যক্তিরা ছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ এবং হাওড়ার বহু পরিযায়ী শ্রমিক এই ট্রেনটিতে ছিলেন।

প্রশ্ন হল কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? দুর্ঘটনার কারণ হিসাবে মূলত দুটি ব্যাখ্যা সামনে আসছে। প্রথমত মনে করা হচ্ছে, একটি মালগাড়ি করমন্ডল এক্সপ্রেসের আগে যাচ্ছিল। প্রযুক্তিগত ত্রুটির কারণে একই লাইনে দুটি ট্রেন চলে আসে। এই সময় করমন্ডল এক্সপ্রেস সোজা গিয়ে ওই মাল গাড়িকে ধাক্কা মারে। করমন্ডল এক্সপ্রেসের ইঞ্জিন মালগাড়ির উপরে উঠে যায় আর কামরাগুলি লাইনচ্যুত হয়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে।

দ্বিতীয় ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে, প্রথমেই লাইনচ্যুত হয় যশবন্তপুর হাওড়া ট্রেনটি। সেই সময় আপ লাইনে আসছিল করমন্ডল এক্সপ্রেস। বেলাইন হওয়া যশবন্তপুর হাওড়া ট্রেনের সঙ্গে ধাক্কা বাঁধে করমন্ডল এক্সপ্রেসের এবং লাইনচ্যুত হয়ে করমন্ডল থার্ড লাইনে থাকা মাল গাড়িতে ধাক্কা মারে। যদিও এখনো পর্যন্ত রেলের তরফ থেকে দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কার্য এবং খুব তাড়াতাড়ি এমন দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করবে রেল।