হোয়াটসঅ্যাপ ডেস্কটপ ভার্সনে এলো নতুন ফিচার, সুবিধা বাড়বে ব্যবহারকারীদের

বীরভূম : বিশ্বে যে সকল মেসেজিং অ্যাপ রয়েছে তাদের মধ্যে অন্যতম এবং জনপ্রিয় অ্যাপ হল হোয়াটসঅ্যাপ। মেটা সংস্থার আওতায় থাকা এই অ্যাপ দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি করছে এবং বাড়ছে ব্যবহারকারীদের সংখ্যা। জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার পিছনে এই অ্যাপের তরফ থেকে ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বিভিন্ন ফিচার আনা হয়ে থাকে। এসবের কারণেই দিন দিন এই অ্যাপের জনপ্রিয়তা আকাশছোঁয়া হয়ে উঠছে।

সংস্থার তরফ থেকে তাদের অ্যাপের ব্যাপক জনপ্রিয়তার কথা মাথায় রেখে যেমন বিভিন্ন সময় নতুন নতুন ফিচার লঞ্চ করা হয়ে থাকে। সেই রকমই আবার এই অ্যাপের সুরক্ষার দিকটিও সংস্থার তরফ থেকে সবসময় নজরে রাখা হয়। সুরক্ষার কথা মাথায় রেখে সিকিউরিটি সংক্রান্ত বিভিন্ন আপডেট এবং ফিচার আনা হয়ে থাকে।

এইরকমই এবার একটি সিকিউরিটি ফিচার সংস্থার তরফ থেকে আনা হলো সেই সকল ব্যবহারকারীদের জন্য যারা নিজেদের whatsapp ব্যবহার করে থাকেন ডেস্কটপ ভার্সনে। নতুন এই সিকিউরিটি ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এবার তাদের ডেস্কটপ ভার্সন ব্যবহার করার ক্ষেত্রে পাসওয়ার্ড দিতে পারবেন। এই ফিচার আসার ফলে বহু ব্যবহারকারী উপকৃত হবেন এবং তাদের ডেস্কটপ whatsapp সুরক্ষিত থাকবে।

একটি রিপোর্টে বলা হয়েছে, নতুন এই ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। ইতিমধ্যেই এই ফিচার বেশ কিছু বিটা ইউজারদের জন্য সংস্থার তরফ থেকে উপলব্ধ করা হয়েছে এবং খুব তাড়াতাড়ি এই ফিচার প্রতিটি ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।

এই ফিচার চালু হলে অবশ্য প্রত্যেককে পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই। যেমন আমরা অ্যান্ড্রয়েড অথবা অন্য কোন প্ল্যাটফর্মের হোয়াটসঅ্যাপ অ্যাপের মতোই। সে ক্ষেত্রে যেমন ব্যবহারকারীর ইচ্ছের উপর নির্ভর করে পাসওয়ার্ড ব্যবহার করা হবে কিনা।