Screen Sharing Feature Whatsapp: WhatsApp-এ এসে গেল দুর্দান্ত ফিচার! অন্যের হাতে ফোন না দিয়েই দেখাতে পারবেন সবকিছু

WhatsApp’s screen share feature continues to be particularly useful: বর্তমানে মেসেজিং অ্যাপ হিসাবে বহুল ব্যবহৃত হয় হোয়াটসঅ্যাপ। এটি ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ হওয়ার কারণে বর্তমানে বহু মানুষ এই অ্যাপটির উপর নানা ভাবে নির্ভরশীল। এর মাধ্যমে সহজেই যেমন একে অন্যকে মেসেজ করা সম্ভব ঠিক তেমনি অন্যান্য বিভিন্ন কাজেও ব্যবহৃত হয় এই অ্যাপ। শুধুমাত্র ম্যাসেজ করার ক্ষেত্রেই নয়, অডিও, ভিডিও বা ফটো ইত্যাদি ফাইল শেয়ার করতে, টাকা পাঠাতে ইত্যাদি আরো বহু কাজে ব্যবহৃত হয় হোয়াটসঅ্যাপ। বর্তমানে আবার হোয়াটসঅ্যাপে এসে গেল নতুন একটি ফিচার। যার মাধ্যমে সহজেই স্ক্রিন শেয়ার (Screen Sharing Feature Whatsapp) করা সম্ভব হবে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে।

বর্তমানে আধুনিক প্রযুক্তির সঙ্গে পাল্লা দিতে পড়াশোনার ক্ষেত্রটিও অনেক বেশি আধুনিক প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। বিশেষ করে আমাদের দেশে করোনা মহামারীর সময় থেকে অনলাইনের মাধ্যমে পড়াশোনার চল অনেকটা বৃদ্ধি পেয়েছে। অনলাইনে পড়াশোনার জন্য অনেক সময় ব্যাবহার করা হয় গুগল মিট, জুম ইত্যাদি মোবাইল অ্যাপ। কিন্তু বর্তমানে অনলাইনে পড়াশোনার ক্ষেত্রটিকে আরো সহজতর করে তুলতে চলেছে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার (Screen Sharing Feature Whatsapp)।

বর্তমানে প্রায়ই দেখা যায় বহু পড়ুয়া অনলাইনে বন্ধুদের সঙ্গে স্টাডি সেশনের আয়োজন করে। অনলাইনে স্টাডি মেটেরিয়াল বা নোট নিয়ে বিভিন্ন আলোচনাও করা হয়। এই কাজই করা সম্ভব Whatsapp এর মাধ্যমে। গত বছরেই হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের সুবিধার জন্য বেশ কিছু নতুন ফিচার (Screen Sharing Feature Whatsapp) সংযুক্ত করা হয়। সেই ফিচার গুলির মধ্যে অন্যতম হলো ভিডিও কলের সময় স্ক্রিন শেয়ার ফিচার। এই ফিচারটি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী নিজের বন্ধুদের সঙ্গে অনলাইন নোট ইত্যাদি নিয়ে আলোচনা করতে পারবেন।

আরও পড়ুন 👉 New Features on WhatsApp: ইন্টারনেট অতীত! এবার ম্যাজিকের মত চলে যাবে ফাইল! নতুন ফিচার আনছে WhatsApp

এই পদ্ধতি মাধ্যমে স্ক্রিন শেয়ার করে বন্ধুদের মধ্যে গ্রুপ স্টাডি করা অত্যন্ত সহজতর হবে বলে মনে করা হচ্ছে। এর জন্য ভিডিও কল চলাকালীন স্ক্রিন শেয়ার করতে হলে শুধু নিচের দিকে দেখানো একটি অপশনে ক্লিক করতে হবে। সম্প্রতি Whatsapp কোম্পানি এমন অপশনও সংযুক্ত করেছে যাতে এই অ্যাপ ব্যবহারকারী নিজের ডিভাইসের অডিও গ্রুপ কলেও অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন।

আগে শুধু Whatsapp এর মাধ্যমে স্ক্রিন শেয়ারের অপশন ছিল। বর্তমানে কোনো লেকচারের ভিডিও দেখতে হলে ব্যবহারকারী ভিডিওটির সাথে অডিও ও শেয়ার করতে পারবেন। হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই অ্যাপে ইমেল আইডি, পাসকি এবং হেড চ্যাট লকের অপশন যুক্ত করেছে। তাই নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে প্রাইভেসি চেক অপশনে গিয়ে তথ্য জেনে নেওয়া যেতে পারে।