Wheat Storage: জমিজট! হাইকোর্টের নির্দেশের পরেও আজও বাস্তবায়ন করতে পারা গেল না মুর্শিদাবাদের অন্যতম গম সংরক্ষণ কেন্দ্র

হাইকোর্ট নির্দেশ দিলেও জমি জটে আটকে এখনও গম সংরক্ষণ কেন্দ্রের কাজ। যার কারণে আগামী দিনে সমস্যায় পড়তে পারেন মুর্শিদাবাদ জেলার সাধারণ মানুষ।

ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার খাদ্য শস্য আধুনিক ভাবে সংরক্ষণ ও সরবরাহের জন্য সাইলো প্রকল্পে সারাদেশে আধুনিক প্রযুক্তি নির্ভর গোডাউন তৈরি হচ্ছে। এই প্রকল্পের বিশেষত্ব, রেল লাইন পাতা থাকবে গোডাউনের ভিতর পর্যন্ত। খাদ্যশস্য বোঝাই মালগাড়ি এই গোডাউনের ভিতরে ঢুকে গিয়ে আনলোডিং করবে। মুর্শিদাবাদের বেলডাঙ্গার সারগাছি এলাকায় এমন একটি প্রকল্পের জন্য ফুড করপোরেশন অফ ইন্ডিয়া তেলেঙ্গানার একটি ঠিকাদার সংস্থাকে দায়িত্ব দিয়েছে। বর্তমানে এই প্রকল্পের কাজ করতে গিয়ে ৮৫ শতাংশ জমি অধিগ্রহণ করেই কাজ সম্পন্ন। কিন্তু কিছুটা জমি অধিগ্রহণ না হওয়ার কারণে আটকে আছে কাজ। জমি দাতারা অতিরিক্ত টাকা দাবি করে কলকাতা হাইকোর্টে মামলা করে। যদিও কলকাতা হাই কোর্ট নির্দেশ দেয় এই মামলা আসা উচিত না। সম্পুর্ণ মিথ্যা মামলা করে হাইকোর্টে বলেই মামলা খারিজ করে দেয় মহামান্য হাইকোর্ট। যদিও সংস্থা চাইছে ন্যার্য দাম দিয়ে জমি অধিগ্রহণ সম্পন্ন করেই এই কাজ দ্রুত শুরু করতে। ফলে উপকৃত হবেন মুর্শিদাবাদ জেলার সাধারণ মানুষ। সহজেই মিলবে গম।

আরও পড়ুন: Money Plant Vastu : মানি প্ল্যান্ট কীসে রাখলে মিলবে আর্থিক সমৃদ্ধি? জানুন বাস্তুশাস্ত্রের কথা

জানা গিয়েছে, ভারত সরকারের অধীনে ফুড ফর অল স্কিমের অন্তর্গত উন্নত মানের গম প্রান্তিক সাধারণ মানুষের কাছে পৌছানোর জন্য চলছে জোর কদমে কাজ। এই গমের ষ্টোরেজ সিষ্টেম তৈরি করা হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে। ৫০ হাজার মেট্রিক টন বাইরের রাজ্যে থেকে আগত উন্নত মানের গম সংরক্ষণ রাখা যাবে। মোট চারটি সাইলো তৈরি করে রাখা যাবে এই গম। সরাসরি ট্রেনের মধ্যে দিয়েই গম এসে পৌছে যাবে মুর্শিদাবাদের সারগাছিতে। পাশেই সারগাছি রেল ষ্টেশন, রেল ষ্টেশনের কাছেই তৈরি করা হচ্ছে এই উন্নত মানের সংরক্ষণ কেন্দ্র।

মালগাড়ির মধ্যে দিয়েই গম এসে পৌঁছানোর পর সংরক্ষণ কেন্দ্রে আসার পর সেখানে সংরক্ষিত করে রাখা হবে। তারপর সেখান থেকে জেলার বিভিন্ন জায়গায় রাজ্যে সরকারের রেশন সরবরাহ মধ্যে দিয়েই সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে অতি কম মূল্যে।