হাতেই এলো না 4G, BSNL 5G নিয়ে চিন্তা, লঞ্চিং ডেট জানালো কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন : ভারতের এখন অধিকাংশ নাগরিকের হাতে পৌঁছে গিয়েছে মোবাইল কানেকশন। উল্লেখযোগ্য বিষয় হলো অধিকাংশ মানুষের হাতেই এখন রয়েছে স্মার্টফোন। স্মার্টফোনের এই বিপুল ব্যবহার বেড়েছে মূলত জিও টেলিকম সংস্থার দৌলতে।

জিও এবং এয়ারটেল ইতিমধ্যেই দেশের বিভিন্ন শহরে তাদের 5G পরিষেবা লঞ্চ করে দিয়েছে। তবে এই পরিস্থিতিতে 3G পরিষেবা নিয়ে এখনো পর্যন্ত ধুঁকছে রাষ্ট্রীয় টেলিকম সংস্থা BSNL। একাধিক বার এই টেলিকম সংস্থার 4G পরিষেবা লঞ্চ হওয়ার আনুমানিক তারিখ জানিয়েও পিছিয়ে পড়তে হচ্ছে সংস্থাকে।

২০২২ সালের ১৫ আগস্ট 4G পরিষেবা লঞ্চ করার মোটামুটি ঘোষণা থাকলেও তা পিছিয়ে হয় ২০২৩ সালের প্রথম দিকে। তবে এরপরেও এখনো পর্যন্ত দেশের কোন জায়গাতেই আনুষ্ঠানিকভাবে 4G পরিষেবা চালু করতে পারল না BSNL। যখন এই টেলিকম সংস্থা 4G পরিষেবা লাঞ্চ করতে পারল না সেই সময় বহু গ্রাহক 5G পরিষেবা নিয়ে চিন্তা করছেন। সেই চিন্তার পরিপ্রেক্ষিতে কি জানা যাচ্ছে জানেন!

সুত্র মারফত যা জানা যাচ্ছে তাতে BSNL গ্রাহকরা 4G পরিষেবা পেতে পারেন ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে। এমনকি দেরি হলে ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে 4G পরিষেবার জন্য। সে ক্ষেত্রে 5G পরিষেবা চালু করার ক্ষেত্রে আরো অনেক সময় লাগতে পারে বলেই মনে করা হচ্ছে। কেন্দ্রের তরফ থেকে এখনো পর্যন্ত 4G পরিষেবা লঞ্চ করার আনুমানিক দিনক্ষণ জানিয়েও তার পিছতে হয়।

4G পরিষেবা লঞ্চ নিয়ে বারবার দিন পিছানোর পথে হাঁটলেও কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, BSNL ২০২৪ সালেই 5G পরিষেবা দেওয়া শুরু করবে। বর্তমানে 4G পরিষেবা চালু করার তোড়জোড় চলছে। তবে কেন্দ্রীয় মন্ত্রী এমনটা জানালেও 4G পরিষেবা লঞ্চের ক্ষেত্রে ঢিলেমি দেখে 5G পরিষেবা লঞ্চ নিয়ে ধন্দে রয়েছেন গ্রাহকরা।