Tilpara Barrage: দীর্ঘদিন ধরেই তিলপাড়া ব্যারেজের অবস্থা বেহাল হয়ে রয়েছে। আর এই বেহাল পরিস্থিতির কারণে এই ব্রিজ মেরামতি করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। কাজের জন্য বরাদ্দ করা হয় ২৯ কোটি ১৭ লক্ষ ৪৭ হাজার ৪৫২ টাকা অর্থাৎ প্রায় ৩০ কোটি টাকা। এত এত টাকা বরাদ্দ করার পরও কেন তিলপাড়া ব্যারেজের এমন হাল তা নিয়ে এখন প্রশ্ন সাধারণ মানুষদের। প্রশ্ন এত টাকা কোথায় গেল? আর সেই টাকার সুলুক সন্ধান নিয়েই আমরা হাজির এই ভিডিওতে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যখন থেকে তিলপাড়া ব্যারেজ (Tilpara Barrage) মেরামতির কাজ শুরু করা হয় তখন থেকেই এই বছর অতিবৃষ্টি দেখা দিয়েছে বীরভূমের পাশাপাশি ঝাড়খন্ডে। স্বাভাবিকভাবেই ঝাড়খণ্ডের ম্যাসাঞ্জোর ড্যাম থেকে বিপুল পরিমাণে জল ছাড়ার পাশাপাশি তিলপাড়া জলাধার থেকেও প্রায় ৫০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। এই বিপুল পরিমাণ জল ছাড়ার কারণেই যেটুকু কাজ হয়েছিল সেই কাজে ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: ভারত ও বাংলাদেশের গঙ্গা জল বণ্টন চুক্তি কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে?
তবে তিলপাড়া ব্যারেজ (Tilpara Barrage) মেরামতির কাজ কিন্তু পুরোপুরি ভাবে শেষ হয়নি বলেও জানা যাচ্ছে প্রশাসন সূত্রে। পাশাপাশি বীরভূম জেলাশাসক বিধান রায় জানিয়েছেন, বৃষ্টির পরিমাণ কমলেই পুনরায় ব্রীজ মেরামতির কাজ শুরু করা হবে। তবে এর পাশাপাশি সাধারণ মানুষ থেকে শুরু করে রাজ্যের বিরোধী দল দাবি করছে, মেরামতির সঠিক সময়ে ব্যবহার করা হয়নি অর্থাৎ সঠিক সময়ে মেরামতি করা হলে আজকে এই দুরবস্থা দেখতে হত না।
ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিজেপির তরফ থেকে বিক্ষোভ কর্মসূচিও গ্রহণ করা হয়। যাইহোক তিলপাড়া ব্যারেজ (Tilpara Barrage) বর্তমানে ১৪ নম্বর জাতীয় সড়কের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ব্যারেজ ও ব্রিজ। যেটি অচল হয়ে গেলে অনেকটাই ঘুর পথে মানুষদের যাতায়াত করতে হবে। যে কারণে সবাই এখন তাকিয়ে কবে এই ব্যারেজ একেবারে স্বাভাবিক হয় তার দিকে।