Jio AirFiber নাকি Jio Fiber! লাভ বেশি কোনটিতে? কেনার আগে জেনে নিন

নিজস্ব প্রতিবেদন : ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা মুকেশ আম্বানির (Mukesh Ambani) জিও (Jio) এখন কেবলমাত্র টেলিকম পরিষেবার মধ্যেই আবদ্ধ নয়। তাদের তরফ থেকে তাদের গ্রাহকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন পরিষেবা আনা হচ্ছে। আর এই সকল প্রতিটি পরিষেবায় রীতিমতো চমকপ্রদ এবং প্রতিনিয়ত গ্রাহকদের মন জয় করে চলেছে। এসবের পরিপ্রেক্ষিতেই এবার এই টেলিকম সংস্থাটি নিয়ে এসেছে Jio AirFiber।

Jio AirFiber হল একটি ব্রডব্যান্ড পরিষেবা, তবে এর জন্য কোন তারের প্রয়োজন হয় না। এই পরিষেবার জন্য এমন একটি ডিভাইস লঞ্চ করা হয়েছে যেটি প্লাগ অ্যান্ড প্লে। এই পরিষেবা ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে দেশের দিল্লি, কলকাতা, মুম্বই, আহমেদাবাদ, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই এবং পুনেতে চালু করা হয়ে গিয়েছে। এর আগে ব্রডব্যান্ড পরিষেবায় জিও Jio Fiber লঞ্চ করে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছিল। এখন অনেকের মধ্যেই প্রশ্ন কোনটির বেশি সুবিধা বা কোনটি বেশি লাভজনক?

Jio Fiber : এই পরিষেবা দেওয়া হয়ে থাকে তারের মাধ্যমে। এটি একটি অপটিক্যাল ফাইবার প্রযুক্তির। তারের মাধ্যমে আপনার বাড়িতে পরিষেবা পৌঁছে দেওয়ার পর তা একটি রাউটার এবং সেই রাউটার থেকে বিভিন্ন জায়গায় ওয়াইফাই অথবা পুনরায় তারের মাধ্যমে ইন্টারনেট পৌঁছে দেওয়া হয়। এটি একটি 5G পরিষেবা। তবে এই পরিষেবা পাওয়ার জন্য উপযুক্ত সেটাপের প্রয়োজন হয়।

খরচ : ১০ Mbps আনলিমিটেড ডেটার দাম ১৯৮ টাকা। ৩০ Mbps আনলিমিটেড ডেটার দাম ৩৯৯ টাকা। ১০০ Mbps আনলিমিটেড ডেটার দাম ৬৯৯ টাকা। ১৫০ Mbps আনলিমিটেড ডেটার দাম ৯৯৯ টাকা। ৩০০ Mbps আনলিমিটেড ডেটার দাম ১৪৯৯ টাকা। ৫০০ Mbps আনলিমিটেড ডেটার দাম ২৪৯৯ টাকা। ১ Gbps আনলিমিটেড ডেটার দাম ৩৯৯৯ টাকা এবং ৮৪৯৯ টাকা (৬৬০০ GB ডেটা)।

Jio AirFiber : নতুন এই ডিভাইসের জন্য কোনরকম তারের দরকার হয়না অর্থাৎ ওয়্যারলেস। এটি প্লাগ অ্যান্ড প্লে অর্থাৎ সুইচ বোর্ডে লাগালেই আপনার বাড়ি ওয়াইফাই জন্য পরিণত হয়ে যাবে। রিলায়েন্সের তরফ থেকে দাবি করা হচ্ছে, তাদের এই নতুন ডিভাইস ১ Gbps গতিতে পরিষেবা ইন্টারনেট দিতে সক্ষম। এটি সেটাপ করার জন্য ঝামেলা নেই।

খরচ : ৩০ Mbps আনলিমিটেড ডেটার দাম ৫৯৯ টাকা। ১০০ Mbps আনলিমিটেড ডেটার দাম ৮৯৯ টাকা। ১০০ Mbps আনলিমিটেড ডেটার দাম ১১৯৯ টাকা। ৩০০ Mbps আনলিমিটেড ডেটার দাম ১৪৯৯ টাকা। ৫০০ Mbps আনলিমিটেড ডেটার দাম ২৪৯৯ টাকা। ১ Gbps আনলিমিটেড ডেটা দাম ৩৯৯৯ টাকা।

এখন এই দুই পরিষেবার মধ্যে যদি আবার ওটিটি প্লাটফর্মের সাবস্ক্রিপশনের বিচার করা হয় তাহলে অবশ্যই এগিয়ে জিও এয়ার ফাইবার। কেননা এতে ১৬ টি ওটিটি চ্যানেলের সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। এর সঙ্গে দেওয়া হচ্ছে ৫৫০ টি ডিজিটাল টিভি চ্যানেলের অ্যাক্সেস। জিও ফাইবারে ওটিটি প্লাটফর্মের সাবস্ক্রিপশন দেওয়া হলেও তা তুলনামূলক কম। এই দিক দিয়ে বিচার করলে অধিকাংশ মানুষই জিও এয়ার ফাইবারকে এগিয়ে রাখছেন। খরচের দিক দিয়ে অবশ্যই জিও ফাইবার অনেক সস্তা। সুবিধার দিক দিয়ে অবশ্যই জিও এয়ার ফাইবার অনেক এগিয়ে।