IPL 2025 opening ceremony: আইপিএল শুরু হতে আর বেশি দেরি নেই! ২২ মার্চ কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র হাইভোল্টেজ ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আইপিএল আসরের। কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য এটা দারুণ সুখবর, কারণ গতবার কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবারের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল- দুটোই হবে ইডেনে। শুধু খেলা নয়, তার সঙ্গে থাকছে চোখধাঁধানো উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান, যা এই আসরকে আরও রঙিন করে তুলবে।
ক্রিকেটপ্রেমীদের জন্য এবার দ্বিগুণ আনন্দ, কারণ মাঠে যেমন দুর্দান্ত লড়াই দেখা যাবে, তেমনই বলিউড তারকাদের পারফরম্যান্সও মাতিয়ে তুলবে পুরো পরিবেশ। শোনা যাচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠানে (IPL 2025 opening ceremony) গান গাইবেন কলকাতার নিজস্ব প্রতিভা, জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। এর আগে ২০২৩ সালের বিশ্বকাপেও মোতেরার স্টেডিয়ামে তাঁর অসাধারণ পারফরম্যান্স মন জয় করেছিল দর্শকদের। এবার ইডেনেও সেই জাদু দেখার অপেক্ষায় রয়েছেন তাঁর ভক্তরা। শুধু অরিজিৎই নন, তাঁর সঙ্গে থাকবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও সুপারস্টার বরুণ ধাওয়ান। তাদের উপস্থিতি দর্শকদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। স্বাভাবিকভাবেই, উদ্বোধনী ম্যাচের টিকিটের চাহিদা এখন তুঙ্গে।
এই সুযোগকে কাজে লাগিয়ে কেকেআর কর্তৃপক্ষ টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে। আগে যেখানে সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল ৭৫০ টাকা, এখন তা বেড়ে হয়েছে ৯০০ টাকা। শুধু তাই নয়, অন্যান্য ব্লকের টিকিটের দামও বেড়েছে সমান হারে, যা নিয়ে কলকাতার ক্রিকেটপ্রেমীদের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা গেছে। তবুও, টিকিটের চাহিদা এতটাই বেশি যে কয়েক ঘণ্টার মধ্যেই অনেক টিকিট বিক্রি হয়ে গেছে।
আরও পড়ুন: আইপিএল ২০২৫ -এ নতুন অধিনায়কদের পরীক্ষা, উত্তেজনা ও সম্ভাবনা
এই বিশেষ দিনে গ্যালারিতে উপস্থিত থাকবেন কেকেআরের অন্যতম মালিক, বলিউড বাদশাহ শাহরুখ খানও। জানা গেছে, ম্যাচের দিন সকালেই তিনি টিম হোটেলে পৌঁছে যাবেন। গতবার চ্যাম্পিয়ন হওয়ার পথে শাহরুখের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ, কারণ মাঠে থেকে খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন তিনি। এবারও প্রথম ম্যাচে উপস্থিত থেকে দলকে সমর্থন জানাবেন। তবে শুটিংয়ের ব্যস্ততার কারণে তিনি হয়তো প্রতিটি ম্যাচে থাকতে পারবেন না, তাই উদ্বোধনী (IPL 2025 opening ceremony) ম্যাচে তাঁকে দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা।
কেকেআরের জন্য প্রথম ম্যাচেই বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। প্রতিপক্ষ বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও আরসিবির অতীত পারফরম্যান্স খুব একটা ধারাবাহিক নয়, তবে এবার তাদের স্কোয়াড বেশ শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ। রজত পাতিদারের নেতৃত্বে দলটি ভালোই প্রস্তুতি নিয়েছে, তাই কেকেআরের জন্য এটি সহজ লড়াই হবে না। ব্যাটিং ও বোলিং- দুই বিভাগেই আরসিবি বেশ শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে, যা কেকেআরের জন্য বড় পরীক্ষার সুযোগ এনে দেবে। এখন সব চোখ ২২শে মার্চের দিকেই! একদিকে শাহরুখ খানের নাইটরা, অন্যদিকে বিরাট কোহলিদের চ্যালেঞ্জার্সরা, কে হাসবে শেষ হাসি? উত্তরের জন্য অপেক্ষা আর মাত্র একদিনের।