প্রতিদিন রাতে ৪৫ মিনিট বন্ধ থাকে টিকিট বুকিং! কারণ ৯৯% মানুষ জানেন না

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের ৫০ লক্ষের বেশি মানুষ ট্রেনের ওপর নির্ভর করে যাতায়াত করে থাকেন। ট্রেনের উপর নির্ভর করে এই যে বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করেন তাদের প্রত্যেককেই নিয়ম অনুসারে টিকিট কেটে যাত্রা করতে হয়। রেলের (Indian Railways) নিয়ম অনুসারে যে সকল যাত্রীরা টিকিট (Train Ticket) না কেটে যাত্রা করেন তাদের বিরুদ্ধে রেলের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ হয়।

বিপুলসংখ্যক এই যাত্রীদের টিকিট বুকিং করার ক্ষেত্রে যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য রেলের তরফ থেকে অনলাইন এবং অফলাইন দুই ধরনের টিকিট বুকিং এর বন্দোবস্ত রাখা হয়েছে। সারাদিন রাত টিকিট বুকিং এর বন্দোবস্ত থাকলেও জানলে অবাক হবেন অনলাইনে রাত্রিবেলায় ৪৫ মিনিট টিকিট বুকিং বন্ধ থাকে।

প্রতিদিন রাত্রিবেলায় ৪৫ মিনিট টিকিট বুকিং বন্ধ রাখে আইআরসিটিসি (IRCTC)। প্রতিদিন রাতে ১১:৪৫ মিনিট থেকে ১২:৩০ পর্যন্ত বন্ধ থাকে অনলাইনে টিকিট বুকিং। যাত্রীদের ৮০ শতাংশের বেশি যাত্রী এই বিষয়টি জানেন না আবার ৯৯% যাত্রীদেরাই জানেন না রাত্রিবেলায় প্রতিদিন কেন এই ৪৫ মিনিট টিকিট বুকিং বন্ধ রাখা হয়।

আগে ২৪ ঘন্টার মধ্যে ২৩ ঘণ্টা টিকিট বুকিং করা যেত আর টিকিট বুকিং বন্ধ রাখা হতো দিনের প্রথম ও শেষ ৩০ মিনিট। পরে তা কমিয়ে করা হয়েছে ৪৫ মিনিট এবং এই ৪৫ মিনিট বন্ধ থাকে দিনের শেষ ১৫ মিনিট এবং শুরুর ৩০ মিনিট। বর্তমানে এই ৪৫ মিনিট টিকিট বুকিং বন্ধ রাখার পিছনে রয়েছে সার্ভার।

প্রতিদিন রাতে ৪৫ মিনিট টিকিট বুকিং বন্ধ রাখা হয় মূলত সার্ভারের মেন্টানান্সের জন্য। যে কারণে আইআরসিটিসি সহ অন্যান্য যে সকল ট্রেনের টিকিট বুকিং পোর্টাল রয়েছে সব পোর্টালে এই ৪৫ মিনিট টিকিট বুকিং থেকে শুরু করে পিএনআর চেকিং, স্ট্যাটাস চেকিং সমস্ত কিছু বন্ধ থাকে। ৪৫ মিনিট টিকিট বুকিং থেকে শুরু করে অন্যান্য কাজ বন্ধ রাখার প্রথম কারণ সার্ভার মেরামতি ছাড়াও দ্বিতীয় কারণ হল ব্যাকআপ। ওই সময় সার্ভারের ব্যাকআপও নেওয়া হয়।