Holi 2025: রঙিন মনে সাদা রঙের পোশাক! হোলিতে সাদা রঙ কেন পরা হয় জানেন?

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরেই বছরের সবচেয়ে প্রতীক্ষিত দিন। দিন নয়, বলা ভালো আরও এক উৎসব এসে হাজির হবে দরকার। রঙের উৎসব। লাল নীল সবুজের এই মেলায় মেতে ওঠে ছোট থেকে বড়ো সকলেই।

এই রঙিন দিনে অনেকেই পোশাক হিসেবে সাদা রঙের কিছু পরিধান করে। মেয়েদের মধ্যে সাদা চুরিদার শাড়ি পরার চল আছে। আবার ছেলেরা সাদা পাঞ্জাবি পরে এই বিশেষ দিনটিতে। সিনেমার পর্দায় নায়ক নায়িকা শুধু নয়, বাস্তবেও অনেকে এই রঙিন দিনে সাদা পোশাক পরে।

আরও পড়ুন: Holi 2025: ব্রজের হোলি কে প্রথম খেলেছিলেন জানেন?

জানেন কি কারণে দোল পূর্ণিমার দিনটিতে সাদা পোশাক পরার চল আছে? বিশেষজ্ঞদের মতে, সাদা রঙ হল শান্তির প্রতীক। রঙের উৎসবে শান্তির বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতেই সাদা পোশাক পরার চল রয়েছে। দোল বা হোলি কোনো একক গোষ্ঠীর উৎসব নয়। এই দিনটিতে আনন্দ করার অধিকার সকলের। একে অপরের সাথে ভেদাভেদ, হিংসা- বিদ্বেষ ভুলে মানবিক হয়ে উঠতে শেখায় এই উৎসব। এই উৎসবটির জন্যই অনেকে নতুন সাদা পোশাক কেনেন।

রঙিন দিনে সব অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির জাগরণ হওয়ার বার্তা দেওয়া হয়। আর সেই বার্তা দিতেই সাদা রঙ বেছে নেন অনেকেই। অপর একটি কারণ হল হোলির সময় আবহাওয়ার হঠাৎ পরিবর্তন। ঠাণ্ডা শেষে ধীরে ধীরে গরম বাড়তে শুরু করে। বসন্তের এই সময় নানান অসুখ লেগেই থাকে, সাদা বা হালকা রঙের পোশাক রোদে শরীরে আরাম দেয়। তাই এটি পছন্দ করেন হোলির দিনে অনেকে। এছাড়া সাদা রঙের পোশাকের সঙ্গে নানান রঙের আবিরে ছবিও বেশ ভালো ওঠে। তাই ছোটদের বিশেষ পছন্দ হোলির দিন সাদা রঙের পোশাক।