রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং, ৯০ শতাংশ মানুষ কারণ জানেন না

নিজস্ব প্রতিবেদন : দৈনন্দিন কাজের জন্য আমরা প্রতিদিনই কোন না কোন রাস্তা দিয়ে পারাপার করে থাকি। রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই রকমই একটি কৌতুহলপূর্ণ জিনিস হল, রাস্তার ধারে থাকা গাছে সাদা রং কেন করা থাকে?

রাস্তার ধারে যে সকল গাছ রয়েছে সেই সকল গাছে সাদা রং করার পিছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ। যদিও কি বৈজ্ঞানিক কারণ রয়েছে তা ৯০ শতাংশ মানুষই জানেন না। অজানা সেই কারণ আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব। তবে প্রথমেই বলে রাখা দরকার, মূলত গাছগুলির সুরক্ষার কারণেই সাদা রং করা হয়ে থাকে।

রাস্তার ধারে যে সকল গাছ রয়েছে সেই সকল গাছ সাধারণ করার জন্য চুনের ব্যবহার করা হয়ে থাকে। চুন দিয়ে রং করা থাকলে সেই চুন প্রতিটি গাছের নিচের অংশ পর্যন্ত পৌঁছে যায়। যে কারণে গাছের গোড়ায় পোকামাকড় সেই ভাবে আক্রমণ করতে পারেনা এবং সবচেয়ে বড় বিষয় হলো উইপোকা বাসা বাঁধতে পারে না। এসবের কারণে গাছের আয়ু বৃদ্ধি পায়। পাশাপাশি চুন গাছের বাইরের স্তরকে সুরক্ষা প্রদান করে।

বিশেষজ্ঞদের মত অনুযায়ী, গাছের গায়ে চুন দিয়ে রং করা হলে বা চুন দিলে গাছের বাকল ফাটে না। গাছ আরও মজবুত হয়। এর পাশাপাশি কর্নেল ইউনিভার্সিটি গবেষকরা জানিয়েছেন, সাদা রং করা হলে সূর্যের সরাসরি রশ্মিতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কমে যায়। সাদা রংয়ের কারণে গাছের কুঁড়ির ক্ষতি হয় না।

এর পাশাপাশি রাস্তার ধারে থাকা গাছগুলিতে সাদা রং করার পিছনে যানবাহন এবং পথ চলতি মানুষদের সুরক্ষাও জড়িয়ে রয়েছে। কারণ অনেক রাস্তা রয়েছে যেখানে স্ট্রিট লাইট থাকে না। স্ট্রিট লাইট না থাকলেও গাছের গায়ে থাকা সাদা রং অনেকটাই পথ চলতি মানুষ এবং যানবাহনদের যাতায়াতে সুবিধা হয়ে দাঁড়ায়।

এছাড়াও গাছের গায়ে সাদা রং করার পিছনে আরও একটি কারণ রয়েছে। সেই কারণটি হল, রাস্তার ধারে থাকা গাছগুলিতে সাদা রং থাকার অর্থ হলো এই সকল গাছ বনদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। এই সকল গাছ কোন সাধারণ ব্যক্তি কেটে ফেলতে পারবেন না অথবা নষ্ট করতে পারবেন না।