Bolpur: এখনকার দিনে সংসার কালঘাম ছুটে যায় সাধারণ নিম্নবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলির। যে কারণে বহু যুবককেই দেখা যায় একটু বেশি রোজগারের তাগিদে বাইরে কাজে যেতে। ঠিক সেই রকমই সংসারের হাল ধরতে শান্তিনিকেতন থানার অন্তর্গত নারায়ণপুর গ্রামের বিজয় তুরি কাজে বাইরে চলে যান। কর্মসূত্রে বাইরে থাকার পাশাপাশি তিনি বছরে পুজোর সময় বাড়ি ফিরতেন। সেইমতো এই বছরও বাড়ি ফেরেন। তবে এবার বাড়ি ফিরে যা দেখেন তাতে তিনি রীতিমতো হতাশ হয়ে পড়েন।
অভিযোগ বিজয়ের বাইরে থাকার সুযোগে তার স্ত্রী রানী তুরি পরপুরুষে মজে ছিলেন। তার পরপুরুষে মজে থাকা অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার বিষয়টি বিজয় জানতে পারেন এবং তারপর থেকেই শুরু হয় দুজনের অশান্তি। পুজোর কয়েকটা দিন বাড়ির লোকজনের অনুরোধে কোনো রকম ভাবে কেটে গেলেও বিজয়ের স্ত্রী অর্থাৎ রাণী নাকি অন্য পুরুষের মধ্য দিয়ে বারবার হুমকি দিচ্ছিলেন বিজয়কে। আর এসব সহ্য করতে না পেরেই বিজয় অন্তিম পথ বেছে নেয়।
গতকাল রাতে বিজয় তুড়ি তার কঠিন পদক্ষেপ নেওয়ার পর রবিবার সকালে নিজের বাড়ি থেকেই তার মৃতদেহ উদ্ধার হয়। এরপর তাকে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে (Bolpur) আনা হয়। সেখানে চিকিৎসকরা বিজয়কে মৃত ঘোষণা করার পাশাপাশি তার ময়নাতদন্ত হয় রবিবার। এমন ঘটনায় পরিবারের লোকজনেরা কি কি অভিযোগ করছেন শুনে নেওয়া যাক…