Where is My Train New Update: কোথায় রয়েছে আপনার ট্রেন, এবার জেনে নিন ইন্টারনেট ছাড়াই, শুধু করতে হবে এই কাজ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আমরা অধিকাংশ মানুষই কোনো না কোনো কারণে ট্রেনে সফর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। আসলে ভারতীয় রেলে (Indian Railways) যাতায়াত করা একদিকে যেমন স্বাচ্ছন্দ্যের ঠিক সেই রকমই অনেক কম খরচের। যে কারণে ভারতীয় রেলকে অধিকাংশ মানুষ গণপরিবহনের জন্য বেছে নেন। আবার যাত্রীদের চাহিদা ভারতীয় রেলও তাদের পরিষেবার উন্নতি সাধনের জন্য বিভিন্ন সময় নানান আপডেট এনে থাকে।

Advertisements

ট্রেনে ভ্রমণের সময় বহু যাত্রী কোন স্টেশনে এলেন অথবা তার ট্রেন এখন কত দূরে রয়েছে ইত্যাদি জানার জন্য Where is My Train অ্যাপটি ব্যবহার করে থাকেন। যে অ্যাপের মাধ্যমে ট্রেনের রিয়েল টাইম অবস্থান দেখানো হয়। তবে ইন্টারনেট ছাড়া এই অ্যাপের বিভিন্ন অপশন এতদিন কাজ করত না। তবে এবার তাদের তরফ থেকে এমন একটি আপডেট (Where is My Train New Update) আনা হয়েছে, যার ফলে আপনি ইন্টারনেট ছাড়াই আপনার ট্রেনের অবস্থান জানতে পারবেন।

Advertisements

Where is My Train একটিতে এবার তিনটি মোড এসে গিয়েছে। যার ফলে যদি ইন্টারনেট নিয়ে কোন সমস্যা হয় তাহলেও কিন্তু আপনার ট্রেন কোথায় রয়েছে তার জানতে পারবেন। যে তিনটি মোডের কথা বলা হচ্ছে সেই তিনটি মোড হল ইন্টারনেট, সেল টাওয়ার এবং জিপিএস। ইন্টারনেট মোড অন করা থাকলে আপনি যেকোন জায়গা থেকেই এই অ্যাপের মাধ্যমে আপনার ট্রেন সংক্রান্ত নানান তথ্য পেয়ে যাবেন। তবে বাকি দুটি মোডে কিছু পরিষেবা সীমিত হয়ে যায়, আবার বাড়তি কিছু পরিষেবা চালু হয়।

Advertisements

আরও পড়ুন ? Railway New App: Rail Connect অতীত! ৯০ কোটি টাকা ব্যয়ে নতুন সুপার অ্যাপ আনছে রেল

Where is My Train অ্যাপে সেল টাওয়ার এবং জিপিএস মোড সেই সকল ব্যবহারকারীরা ব্যবহার করতে পারেন যারা ট্রেনের মধ্যে রয়েছে। এই দুটি মোড অন করা থাকলে ইন্টারনেট ছাড়াই যাত্রীরা জানতে পারবেন তাদের ট্রেন কোথায় রয়েছে। অন্যদিকে যদি কেবলমাত্র জিপিএস মোড অন করা থাকে তাহলে যাত্রীরা যেমন তাদের ট্রেনটি কোথায় রয়েছে তা জানতে পারবেন, ঠিক সেই রকমই আবার জানতে পারবেন তাদের ট্রেনটি কত গতিবেগে ছুটছে।

অন্যদিকে ইন্টারনেট মোড অন করা থাকলে যাত্রীরা স্টেশনে না পৌঁছেই জানতে পারেন কোথায় রয়েছে তার ট্রেন, ট্রেনটি কত নম্বর প্লাটফর্মে দাঁড়াবে ইত্যাদি নানান ধরনের তথ্য। এই অ্যাপটি ইন্টারনেট মোডে ইন্টারনেটের মাধ্যমে পরিষেবা দিয়ে থাকে। অন্যদিকে জিপিএস মোড অন থাকলে স্যাটেলাইটের মাধ্যমে সনাক্ত করে সরাসরি ট্রেনের অবস্থান জানানো হয়। একইভাবে স্যাটেলাইটের মাধ্যমেই ট্রেনের গতিবেগ জানিয়ে থাকে জনপ্রিয় এই অ্যাপটি।

Advertisements