বিয়ের প্রতিশ্রুতি মহিলা সঙ্গে সহবাস! অন্তঃসত্ত্বা হতেই মুখ ফেরানোর অভিযোগ তৃণমূল নেতার

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলা সঙ্গে দীর্ঘদিন ধরে সহবাস করার অভিযোগ করলো রামপুরহাটের তৃণমূল কাউন্সিলর প্রিয়নাথ সাউয়ের। শুধু অভিযোগ নয় এই ঘটনায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ওই অভিযুক্ত তৃণমূল কাউন্সিলার এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।

অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে যে মহিলা এমন অভিযোগ এনেছেন তিনি দাবী করেছেন, দীর্ঘদিন ধরেই তার সঙ্গে সহবাস করতেন প্রিয়নাথ সাউ। এরপর তিনি অন্তঃসত্ত্বা হলে তাকে একের পর এক হুমকি দেওয়া হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুনঃ জায়গাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই দুবরাজপুরে, আহত ৪

তবে অভিযোগ দায়ের করার পর ১২ দিন কেটে গেলেও অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ। আর এমন ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার তিনি বীরভূম জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন এবং এই ঘটনায় যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন।

অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রামপুরহাটের বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর তাকে দল থেকে রাজ্য তৃণমূল বহিষ্কার করেছে। এখন পুলিশ কি ব্যবস্থা নেই সেটা পুলিশের বিষয়।