বিদেশিনীর গলায় ‘ধীরে ধীরে সে জিন্দেগী মে আনা’, মন কাড়লো ভারতীয়দের : ভাইরাল

নিজস্ব প্রতিবেদন : ভারতীয়দের গলায় হিন্দি গান অনেক শুনেছেন, এমনকি রাতারাতি গান ভাইরাল হয়ে সেলিব্রেটিতে পরিণত হয়েছেন রানাঘাটে রানু মন্ডল। কিন্তু একজন বিদেশিনী এত সুন্দর ভাবে হিন্দি গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করতে পারে তা হয়তো কখনো ভেবেই উঠতে পারবেন না।

রাশিয়া নিবাসী এক মহিলা কুমার শানুর ‘ধীরে ধীরে সে মেরে জিন্দেগি মে আনা’ গানটি গেয়ে চর্চিত সোশ্যাল মিডিয়ায়। যে গানটি শুনলে আপনিও হয়তো অবাক হয়ে যাবেন। একজন অন্য ভাষাভাষীর মানুষ হয়েও এত সুন্দর ভাবে গেয়েছেন গানটি যেখানে রয়েছে নিখুঁত উচ্চারণ, নেই সুরের নরণ-চরণ। যা দেখে শুনে কে বলবে ইনি বিদেশিনী।

১৯৮৯ সালে আশিকি সিনেমার জন্য এই গানটি গেয়েছিলেন কুমার শানু। তারপর থেকেই এই গানটি চিরসবুজ হয়ে রয়েছে। এখনো পর্যন্ত এই গানটি বহু মানুষের মুখে মুখে শুনতে পাওয়া যায়। বাজারে অন্যান্য অনেক গান এলেও এই গানটি তুলনা হয়না। আর সেই গানটি গেয়েই সেই মর্যাদা অক্ষুণ্ন রেখেছেন এই বিদেশিনী।

গানটি রেকর্ড হওয়ার পর ফেসবুকে পোস্ট হতেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউ। বিদেশিনীর গলায় এই গান মন কেড়েছে সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের।