শঙ্খধ্বনি, পুষ্পবৃষ্টির মাধ্যমে কেন্দ্রীয় বাহিনীকে অভিনব স্বাগত জানালেন বাংলার মায়েরা

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা ভোটের আগে ভোটের দিন ঘোষণা না হতেই কমিশনের তরফ থেকে বাংলায় পাঠানো হয় ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পরে ভোট ঘোষণা হওয়ার সাথে সাথে আরও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কমিশন কড়া নজর রেখেছে বাংলার দিকে। আর এই কেন্দ্রীয় বাহিনীর একটি দল বাংলার এক গ্রামে প্রবেশ করতেই মায়েরা শঙ্খধ্বনি ও পুষ্পবৃষ্টিতে তাদের স্বাগত জানালেন। যে মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে ২৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পাশাপাশি জানা যাচ্ছে ভোটের সময় রাজ্যে কমকরে ৮০০ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হতে পারে। এমনটাও জানা যাচ্ছে আগামী ২৫ শে মার্চের মধ্যেই মোট ৬৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসতে পারে বাংলায়। আর এই সকল কেন্দ্রীয় বাহিনীর সেনা জওয়ান ইতিমধ্যেই যে সকল এলাকায় চলে এসেছেন সেই সকল এলাকায় তারা তাদের কাজ শুরু করে দিয়েছেন। চলছে রুটমার্চ এবং এরিয়া ডমিনেশনের কাজ।

সম্প্রতি এই সকল সেনা জওয়ানরা যখন হাওড়া ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বাঁকড়া মিশ্রপাড়ায় রুটমার্চের জন্য প্রবেশ করেন তখন তাদের স্বাগত জানানোর অভিনব ছবি ধরা পড়েছে। পাশাপাশি এই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যে ভিডিওতে দেখা যাচ্ছে যখন সেনাবাহিনীর দল রুটমার্চ করছেন এলাকায় সেসময় এলাকার মায়েরা তাদের শঙ্খধ্বনি এবং পুষ্পবৃষ্টির মাধ্যমে স্বাগত জানাচ্ছেন। আর কেন্দ্রীয় বাহিনীদের এমন স্বাগত জানানোর মুহূর্ত স্বাভাবিকভাবে নজর কেড়েছে রাজ্যের বাসিন্দাদের।

[aaroporuntag]
মনে রাখতে হবে, কেন্দ্রীয় বাহিনীর এই সেনা জওয়ানরা কেবলমাত্র ভোটের সময় আমাদের সুরক্ষা দেবেন এমনটা নয়। এই সেনা জাওয়ানরা বছরের পর বছর ধরে কাশ্মীর, গালওয়ান, মরু প্রদেশ এমন একাধিক প্রতিকূল এলাকায় ঠাঁই দাঁড়িয়ে থেকে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েও দেশরক্ষার কাজ চালিয়ে যাচ্ছে। তাইতো ইনারা সত্যিই শঙ্খধ্বনি এবং পুষ্পবৃষ্টির ন্যায্য দাবিদার। আর সেটাই করে দেখালেন হাওড়ার বাঁকড়া মিশ্রপাড়ার বাসিন্দারা।