Tilpara Barrage: ঝড়ের গতিতে কাজ শুরু তিলপাড়া ব্যারেজে, ভবিষ্যৎ কী এই ব্যারেজের?

Tilpara Barrage: তিলপাড়া ব্যারেজের এক্সটেনশন ওয়াটার ডিভাইডার ভেঙ্গেছে গত চার আগস্ট। এই সকল ডিভাইডার ভাঙ্গার পরই তিলপাড়া ব্যারেজের ভবিষ্যৎ নিয়ে নানান আশঙ্কা শুরু হয়েছে। এই আশঙ্কার মধ্যেই এবার সুখবর দিল প্রশাসন। যে সুখবর হলো তিলপাড়া ব্যারেজের পুরোদমে সংস্কারের কাজ শুরু করা।

গত পাঁচ আগস্ট থেকেই তিলপাড়া ব্যারেজ (Tilpara Barrage) পুরোদমে সংস্কার করার প্রস্তুতি শুরু হয় এবং শনিবার থেকে একেবারে মাঠে নেমে সংস্কারের কাজ চালাতে দেখা যায় প্রশাসনকে। যে পদ্ধতিতে সংস্কার কাজ চালানো হচ্ছে সেই পদ্ধতি সম্পূর্ণ নতুন পদ্ধতি বলেই জানিয়েছেন আধিকারিকরা। নতুন এই পদ্ধতিতেই তিলপাড়া ব্যারেজ মাথা তুলে দাঁড়িয়ে থাকবে বলেই তাদের বিশ্বাস।

আরও পড়ুন: বীরভূমের আজব গ্রাম! আইফোন যেখানে খেলনা

এদিকে তিলপাড়া ব্যারেজের (Tilpara Barrage) এমন অবস্থার পরিপ্রেক্ষিতে বর্তমানে কোন ভারী যানবাহন চালানোর অনুমতি দেওয়া হচ্ছে না। ভারী যানবাহন ঘুর পথে যাতায়াত করছে। শুধু ভারী যানবাহন বললে ভুল হবে, বর্তমানে পরিস্থিতিতে পায়ে হাটা ছাড়া কোন উপায় নেই ব্রিজের উপর।

স্বাভাবিকভাবে এমন পরিস্থিতিতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষদের। তিলপাড়া ব্যারেজ (Tilpara Barrage) মেরামতির কাজ শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে এখন অনেকেই আশার আলো দেখতে পাচ্ছেন হয়তো খুব তাড়াতাড়ি সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। যদিও প্রশাসনিক আধিকারিকরা কিন্তু কবে সবকিছু স্বাভাবিক হবে তার কোন গ্যারান্টি দিতে পারছেন না। অর্থাৎ সংস্কারের কাজ পুরোদমে শুরু হলেও এই মুহূর্তে এখনই ভোগান্তির অবসান ঘটবে তা কিন্তু নিশ্চিত নয়।