Barrackpore-Baranagar Metro: কবে শুরু হচ্ছে ব্যারাকপুর-বরানগরে মেট্রোর কাজ? তৈরি হচ্ছে ১০ মেট্রো স্টেশন

Barrackpore-Baranagar Metro: বর্তমানে কলকাতা মেট্রো রাজ্যের পরিবহন ব্যবস্থায় এনেছে বিরাট পরিবর্তন। সারা কলকাতা জুড়ে শিরা উপশিরার মতো ছড়িয়ে রয়েছে কলকাতা মেট্রো। এবার কলকাতা ছাড়াও পার্শ্ববর্তী অঞ্চলেও শীঘ্রই শুরু হতে চলেছে মেট্রো। ব্যারাকপুর থেকে কল্যাণী পর্যন্ত পাতালরেল চলবে এমনটাই লোকসভায় তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিশ্রুতি মতো সাংসদ হয়েই এনিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোকে চিঠি দিয়েছিলেন তিনি। সম্প্রতি আশার আলো দেখা দিচ্ছে ব্যারাকপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের ক্ষেত্রে। ইতিমধ্যেই কিন্তু ডানলপ মোড় পর্যন্ত এসে গিয়েছে মেট্রো রেলের লাইন। আবার একদিকে রয়েছে বরানগর ও অন্যদিকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। সূত্র মারফত জানা যাচ্ছে যে, ডানলপ মোড় সংলগ্ন থেকে বি টি রোড বরাবর ব্যারাকপুর চিড়িয়ামোড় পর্যন্ত মাটির উপর দিয়ে মেট্রো সম্প্রসারণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই পথের (Barrackpore-Baranagar Metro) দৈর্ঘ্য প্রায় ১৩ কিলোমিটার এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পথে মোট ১০টি স্টেশন থাকবে। এই রুটটিতে বরানগর মেট্রো স্টেশন থেকে ডানলপ মোড়ে ইন্টারচেঞ্জ করে প্রথমে কামারহাটি, তারপর আগরপাড়া, সোদপুর, পানিহাটি, সুভাষনগর, খড়দহ, টাটা গেট, টিটাগড়, তালপুকুর হয়ে বারাকপুরে শেষ হবে। আগেও একবার পরিকল্পনা নেওয়া হয়েছিল ব্যারাকপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণ করা হবে কিন্তু শেষপর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ব্রিটিশ আমলে পলতার গঙ্গা থেকে জল তুলে তা শোধন করা হতো এবং সেটি টালা ট্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য বি টি রোডের তলা দিয়ে পাইপ বসানো হয়েছিল। বিটি রোডের নিচ দিয়ে বর্তমানে মোট ছ’টি পাইপ লাইন গিয়েছে। ব্যারাকপুর মেট্রোর (Barrackpore-Baranagar Metro) জন্য যদি কাজ শুরু করতে হয় তাহলে পিলার তুলতে হবে এবং তারজন্য অবশ্যই বিটি রোড খুঁড়তেই হবে। কিন্তু যদি টালা-পলতা পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয় তাহলে কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সংকট দেখা দেবে।

আরও পড়ুন: রাজ্য সরকার নিল বড় সিদ্ধান্ত, টোলমুক্ত হতে পারে কল্যাণী এক্সপ্রেসওয়ে

ব্যারাকপুর মেট্রোর (Barrackpore-Baranagar Metro) কাজ যদি এগোয়ে তাহলে মেট্রো কর্তৃপক্ষ সহায়তা নেবে অত্যাধুনিক প্রযুক্তির। এর প্রধান উদ্দেশ্য হল ভূগর্ভস্থ জলের পাইপ ও জল সরবরাহ অক্ষুণ্ণ রাখা। সেই কারণে মেট্রো রেলের জন্য পিলার তোলা সম্ভব হয়। একবারে ব্যারাকপুর পর্যন্ত লাইন বসানো হবে না, বরং সেটিকে দুটি ভাগে বিভক্ত করা হবে। প্রথম পর্যায়ে বরানগর থেকে সোদপুর পর্যন্ত কাজ হবে। পরবর্তী পর্যায়ে বাকি অংশের কাজ হবে।

মহকুমা প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে, বিষয়টি কেএমসির কাছে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে। গঙ্গাপাড়ের শিল্পাঞ্চলের বাসিন্দারা এখন নতুন প্রযুক্তির মাধ্যমে পাইপ সরিয়ে মেট্রো লাইনের পিলার বসানোর পরিকল্পনা বাস্তবায়নের স্বপ্ন দেখছে। মহকুমাশাসক সৌরভ বারিক জানিয়েছেন, সরকারের তরফে আসা নির্দেশ অনুযায়ী সহযোগিতা করা হবে।