৭ টাকায় ভাত, ৪৫ টাকা দামে মটন কারি বন্ধ হলো সংসদের ক্যান্টিনে

নিজস্ব প্রতিবেদন : অবশেষে সংসদের ক্যান্টিনে বন্ধ হলো সমস্ত রকমের খাবারে ভর্তুকি। স্পিকারের সাথে আলোচনায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছেন সাংসদরা। এবার থেকে সংসদের ক্যান্টিন থেকে সাংসদদের বাজার দরেই খাবার কিনতে হবে। সংসদের ক্যান্টিন থেকে সাংসদদের খাবারের জন্য ভর্তুকিতে এযাবত সরকারের খরচ হত বছরে প্রায় ১৪ থেকে ১৭ কোটি টাকা। এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় হতো রাজকোষ থেকে।

কি ছিল সংসদের ক্যান্টিনে সাংসদদের খাবারের দাম?

ভর্তুকি দিয়ে সাংসদরা সংসদের ক্যান্টিন থেকে Bread and Butter পেতেন মাত্র ৬ টাকায়, Chapatti পেতেন মাত্র ২ টাকায়, Chicken Curry পেতেন মাত্র ৫০ টাকায়, Chicken cutlet (per plate) পেতেন ৪১ টাকায়, Tandoori Chicken পেতেন ৬০ টাকায়, Coffee পেতেন ৫ টাকায়, Dosa Plain ১২ টাকায়, Fish Curry ৪০ টাকায়, Hyderabadi Chicken Biryani পেতেন মাত্র ৬৫ টাকায়, Mutton Curry পেতেন ৪৫ টাকায়, Rice (boiled) পেতেন ৭ টাকায়, Soup পেতেন ১৪ টাকায়। এই সমস্ত দামের চার্ট পাওয়া গিয়েছিল আরটিআইয়ের পরিপ্রেক্ষিতে।

ভারতবর্ষের সাংসদরা স্বাধীনতার পর থেকেই সংসদের জনপ্রতিনিধি হিসেবে যাওয়ার পর সংসদের ক্যান্টিন থেকে শুরু করে অন্যান্য নানান সুবিধা পেয়ে থাকেন।

এই সকল খাবারে ভর্তুকি দিতে গিয়ে সরকারের কোষাগার থেকে বছরে যা খসতো তার পরিসংখ্যান হলো ২০১২-১৩ সালে ১২.৫২ কোটি টাকা, ২০১৩-১৪ সালে ১৪.০৯ কোটি টাকা, ২০১৪-১৫ সালে ১৫.৮৫ কোটি টাকা, ২০১৫-১৬ সালে ১৫.৯৭ কোটি টাকা, ২০১৬-১৭ সালে ১৫.৪০ কোটি টাকা।

সাংসদরা অন্যান্য সকল সুবিধা পাওয়া সত্ত্বেও সংসদের ক্যান্টিনে খাবারের ভর্তুকি নিয়ে দেশজুড়ে সোশ্যাল মিডিয়ায় নানান অভিযোগ তুলতে থাকেন সাধারণ জনগণ। শুধু অভিযোগ নয় রীতিমতো আন্দোলন গড়ে তোলেন তারা।প্রশ্ন উঠতে থাকে মূল্যবৃদ্ধির ফলে যখন সাধারন মানুষের নাভিশ্বাস অবস্থা তখন কেন সাংসদরা এইভাবে ভর্তুকি পাবেন? আর তারপর বুধবার বাণিজ্য সংক্রান্ত সংসদীয় কমিটির সাথে বৈঠকে বসেন স্পিকার। আর সেই বৈঠক শেষেই সংসদের ক্যান্টিন থেকে সাংসদদের খাবারে ভর্তুকি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আলোচনার পর সংসদের স্পিকার ওম বিড়লা জানান, “সব সাংসদদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হলো আজ থেকে সংসদের ক্যান্টিন থেকে খাবারে ভর্তুকি বন্ধ করার।”