SIP: মাসে মাসে ২০০০ টাকা জমিয়ে কত বছর হবে ২৫ লক্ষ! কোথায় করতে হবে বিনিয়োগ

SIP: বর্তমান যুবসমাজ শুধু টাকা সঞ্চয় করতে নয়, সঞ্চয়ের মাধ্যমেই টাকার পরিমান বাড়াতে বেশি উৎসাহী। তার জন্য বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে থাকি আমরা। স্টক মার্কেট বা বিভিন্ন মিউচুয়াল ফান্ডের (SIP) দিকে যাদের আগ্রহ রয়েছে, তারা দীর্ঘমেয়াদী বিনিয়োগের প্রতি বেশি উৎসাহী। এতে সঞ্চিত টাকার পরিমাণও অনেকটা বেশি হয় এবং ম্যাচুরিটির সময় রিটার্ন হিসেবেও ভালো টাকা পাওয়া যায়। বিনিয়োগ ক্ষেত্রে ভালো রিটার্ন পেতে চাইলে নির্দিষ্ট একটি ধারাবাহিকতা বজায় রাখারও প্রয়োজন হয়।

আজকের প্রতিবেদনে এমন একটি উপায়ের কথা বলব, যাতে মাত্র ২০০০ টাকা বিনিয়োগ করে আপনি পেতে পারেন ২৫ লক্ষ টাকা অব্দি রিটার্ন। মিউচুয়াল ফান্ডের (SIP) ক্ষেত্রে রিটার্ন পাওয়া যায় ১২ থেকে ১৮ শতাংশ। আপনাকে বিনিয়োগ করতে হবে অন্তত ২০ বছরের জন্য। যদি কোন ব্যক্তি কুড়ি বছরের জন্য প্রতি মাসে মাত্র ২০০০ টাকা করেও বিনিয়োগ করেন, তাহলে ২০ বছর পর ১৪ শতাংশ রিটার্ন পেলেও তার পরিমাণ দাঁড়াবে 26 লাখের কাছাকাছি।

যদি কোন ব্যক্তি মাসে ২০০০ টাকা করে জমান তাহলে ২০ বছর পর তার সঞ্চিত অর্থের পরিমাণ হবে ৪ লাখ ৮০ হাজার টাকা। অর্থাৎ ২০ বছরের জন্য বিনিয়োগ করলে তার বিনিয়োগ করা অর্থের পরিমাণ দাঁড়ালো ৪ লাখ ৮০ হাজার টাকা। এবার যদি ১৪ শতাংশ করেও রিটার্ন পাওয়া যায়, তাহলেও সুদ হিসেবে পাওয়া যাবে ২১,৫২,৬৯৩ টাকা। মাত্র ৪ লাখ ৮০ হাজার টাকা বিনিয়োগ করে আপনি ২০ লাখের বেশি সুদ পেতে পারেন এই পদ্ধতিতে (SIP)। কুড়ি বছর পর সুদে-আসলে আপনি রিটার্ন পাবেন ২৬ লক্ষ ৩২ হাজার ৬৯৩ টাকা। এই সুবিধা মিউচুয়াল ফান্ড ছাড়া আর কোথাও পাবেন না আপনি।

আরও পড়ুন 👉 Mutual Fund SIP: চাকরি করেও কোটিপতি হওয়ার সুযোগ! শুধু মাসে মাসে SIP-তে জমাতে হবে এত টাকা

তবে সব সময় সবার পক্ষে ২০ বছরের মতন দীর্ঘমেয়াদি প্রকল্পে বিনিয়োগ করা সম্ভব হয় না। সে ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের এসআইপি (SIP) পদ্ধতিতে আপনি চাইলে কম দিনের জন্যও বিনিয়োগ করতে পারেন। আপনি যদি ১০ বছরের জন্য বিনিয়োগ করতে চান তাহলে প্রতি মাসে ২ হাজার টাকা হিসেবে ১০ বছর পর আপনার সঞ্চিত অর্থের পরিমাণ হবে 2 লাখ ৪০ হাজার টাকা। ১৪ শতাংশ হারে দশ বছরে সুদ পাবেন ২ লাখ ৮৪ হাজার ১৮৩ টাকা। অর্থাৎ, দশ বছর পর সুদে আসলে আপনি ফেরত পাবেন ৫ লাখ ২৪ হাজার ১৮৩ টাকা।

মিউচুয়াল ফান্ডে (SIP) রিটার্ন দেওয়া হয় চক্রবৃদ্ধি হারে সুদ নির্ধারণ করে। অর্থাৎ, বিনিয়োগ করা অর্থের ওপর প্রাপ্ত সুদের উপরও সুদ দেয় মিউচুয়াল ফান্ড। তাই আপনার সঞ্চিত অর্থের পরিমান যত বেশি হবে সুদের পরিমাণও ততটাই বাড়তে থাকবে। মিউচুয়াল ফান্ডের এসআইপি পদ্ধতি (SIP) অবলম্বন করে অতিরিক্ত অর্থ রিটার্ন হিসেবে পেতে চাইলে, কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে বিনিয়োগকারীদের। বিনিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট ধারাবাহিকতা বজায় রাখতেই হবে। বিনিয়োগ হতে হবে দীর্ঘমেয়াদি।