Mutual Fund SIP: চাকরি করেও কোটিপতি হওয়ার সুযোগ! শুধু মাসে মাসে SIP-তে জমাতে হবে এত টাকা

If you want to become a millionaire, invest in Mutual Fund SIP: বর্তমান সময়ে প্রত্যেকটি মানুষ নিজের উপার্জিত অর্থ সঞ্চয় করতে পছন্দ করেন। এতে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হয়। কিন্তু কোন খাতে বিনিয়োগ করলে তা লাভজনক হবে, সেই ব্যাপারে অনেকেরই ধারণা নেই। সিস্টেমেটিক ইনভেস্টিং প্ল্যান বা SIP আধুনিক সমাজে অনেকেরই প্রথম পছন্দ। আপনি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করলে রিটার্ন পাবেন লাভজনক। দিনকে দিন এসআইপিতে বিনিয়োগের সংখ্যা হুরহুর করে বাড়ছে। শুধু ব্যবসায়ীরাই নয় বর্তমানে চাকরিজীবীরাও কোটিপতি হওয়ার স্বপ্ন দেখতে পারে। শুধু তার জন্য বিনিয়োগ করতে হবে মিউচুয়াল ফান্ডে (Mutual Fund SIP)।

যদি বিনা পরিশ্রমে কোটিপতি হতে চান তাহলে এসআইপিতে বিনিয়োগ করার মতো ভালো কাজ আর হতে পারে না। তবে প্রত্যেক মাসে আপনাকে নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করতে হবে। যদি আপনি নির্দিষ্ট শৃঙ্খলা না না মানে তাহলে আপনি কখনোই লাভের মুখ দেখতে পারবেন না। যখনই আপনি মিউচুয়াল ফান্ডে (Mutual Fund SIP) বিনিয়োগ করছেন নিজের লক্ষ্য সম্পর্কে স্থির হতে হবে। এছাড়া কত দিনের জন্য এটি করতে চান সেই বিষয়েও নির্দিষ্ট ভাবে ভাবতে হবে।

যদি আপনি মিউচুয়াল ফান্ডের দ্বারা কোটিপতি হতে চান তাহলে এসআইপিতে প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট পরিমাণ লগ্নির প্রয়োজন। তবে ত্রৈমাসিক কিংবা বার্ষিকভাবেও এই টাকা আপনি জমাতে পারবেন। পাশাপাশি SIP-র মাধ্যমে পছন্দের মিউচুয়াল ফান্ড (Mutual Fund SIP) বেছে নিতে পারেন গ্রাহক। আবার SIP কেনার সময় মিউচুয়াল ফান্ডের নেট অ্যাসেট ভ্যালু দ্বারা নির্ধারিত হয় ইউনিটের সংখ্যা।

আরও পড়ুন 👉 SIP Investment: SIP-তে বিনিয়োগ করেন, এই ৩ ভুল করলে কিন্তু মহাবিপদ

যারা বিনিয়োগ করছেন তারা ভালোভাবে জেনে নিন শেয়ার বাজারের উত্থান পতনের ওপর কিন্তু নির্ভর করে নেট অ্যাসেট ভ্যালু বা NAV। শেয়ার বাজারের যখন উত্থান হবে তখন বেশি ইউনিট ইস্যু করা হয়। কিন্তু NAV-র রেট বেড়ে গেলে ইস্যু হয় কম ইউনিট। চাকরিজীবীরা আর চিন্তা করবেন না কোটিপতি হওয়া এখন একেবারে হাতের মুঠোয়।

ধরুন একজন ব্যক্তি মাসিক ২৫ হাজার টাকা বেতন পায় তার কোটিপতি হতে মোট সময় লাগবে ২৬ বছর। মিউচুয়াল ফান্ডের (Mutual Fund SIP) দ্বারা এসআইপিতে তার বেতনের কুড়ি শতাংশ বিনিয়োগ করলে তার কোটিপতি হওয়া সম্ভব। প্রত্যেক মাসে যদি পাঁচ হাজার টাকা করে বিনিয়োগ করা যায় তাহলে রিটার্ন পাওয়া যাবে বারো শতাংশ। বিনিয়োগের মোট পরিমাণ ২৬ বছর পর হবে ১৫.৬০ লাখ টাকা। কিন্তু ২৬ বছর বাদে আপনি সুদ পাবেন ৯১ লাখ ৯৫ হাজার ৫৬০ কোটি টাকা হাতে। অর্থাৎ আপনি বিনিয়োগ ও সুদ মিলিয়ে SIP-র মাধ্যমে ১.০৭ কোটি টাকার মালিক হবেন। অর্থাৎ কোন ব্যক্তি যদি ২৫ বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করেন ৫১ বছর বয়েসে কোটিপতি হবেন।