Bolpur: বোলপুরে ‘খিলাড়ি’ বৌদি! যার বিরুদ্ধে অভিযোগ, যুবকদের প্রেমের ফাঁদে ছেলে টাকা হাতানোর। যে মহিলার বিরুদ্ধে এমন অভিযোগ তার আগেও দুটি বিয়ে হয়েছে বলেও জানা যাচ্ছে স্থানীয় সূত্রে।
এই মহিলার এমন কর্মকাণ্ড সম্প্রতি শোরগোল ফেলে দিয়েছে এলাকায়, মূলত ২৩ বছর বয়সী এক যুবকের মৃত্যুর পরিপ্রেক্ষিতে তা আরও চাউর হয়েছে। মৃত ওই যুবক হলেন বোলপুর (Bolpur) থানার অন্তর্গত বিবেকানন্দ পল্লীর রোহিত সাউ। ওই যুবকের সঙ্গেই অভিযুক্ত মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এর পাশাপাশি ওই মহিলা যুবকের থেকে প্রচুর পরিমাণ টাকা নিয়েছিলেন বলেও অভিযোগ।
বুধবার সকালবেলায় ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয় বোলপুরের (Bolpur) বিবেকানন্দ পল্লীর ক্যানালপাড় এলাকা থেকে। সেখানে একটি বসার মাচায় ওই যুবককে হাঁটু গেড়ে থাকতে দেখা যায়। এলাকার বাসিন্দারা কিছুক্ষণের মধ্যেই টের পান যে ওই যুবকের মৃত্যু হয়েছে। আর তারপরেই চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় লোকজন ও পরিবারের অভিযোগ, যে মহিলার সঙ্গে ওই যুবকের সম্পর্ক ছিল, সেই মহিলাই তাকে মেরেছে।
আরও পড়ুন: দেহ ব্যবসায় যুক্ত এই বাঙালী অভিনেত্রী, গ্রেপ্তার মুম্বাইয়ের থানে থেকে
ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের দাবির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে ৪ সদস্যের একটি ফরেন্সি দল। অন্যদিকে এই ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের মধ্যে রয়েছেন একাধিক মহিলা
যে ভাইরাল অডিওটি শুনলেন, তার সত্যতা যাচাই করেনি বীরভূম রাঢ় বাংলা….