Viral Video: চিতাবাঘদের মুখে জল তুলে দিচ্ছেন এক যুবক! তারপর কী হল জানেন?

সিংহকে বনের রাজা বলা হলেও বাঘও কিন্তু রাজার থেকে কোনও অংশে কম যায়না। তার হিংস্র চাহনিই যথেষ্ট মানুষের হৃদ কম্পন আনতে। হিংস্র এই প্রাণীটির কবলে পড়লেই আর রক্ষে নেই। বাঘের কাছে যাওয়া তো দূরের কথা, দূর থেকে দেখলেও ভয়ে কিছু কম লাগেনা মনে। আর এবার এক বিরল দৃশ্য প্রকাশ্যে এসেছে। যেই প্রাণীকে দেখলে মানুষ দৌড় দেয়, মধ্যপ্রদেশের বুকে সেই প্রাণীকেই জল খাওয়ানোর অবাক করা ছবি দেখা গিয়েছে। বেশ কিছুদিন আগে এক ভিডিয়ো ভাইরাল হতেই হৈচৈ পড়ে গিয়েছে সমাজ মাধ্যমে।

ভিডিওতে দেখা যাচ্ছে, মধ্যপ্রদেশে এক ব্যক্তি চিতাবাঘের মুখের কাছে জল ধরে রেখেছে। তবে শুধু একটি চিতাবাঘই ছিল না ওই চত্বরে। ভিডিওতে অনেকগুলি চিতাবাঘকে একসাথে দেখা গিয়েছে। হারহিম করা এই ভিডিও দেখে তাজ্জব বনে যায় সকলেই। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের বন দফতরের এক গাড়ি চালক হিসেবে কর্মরত ভিডিয়োটিতে উপস্থিত সেই ব্যক্তি। চিতাবাঘের মুখের সামনে জল ধরে রাখার এমন বিরল ছবি সামনে আসতেই রাজ্যের বন দফতরের তরফে ওই গাড়ি চালককে সাসপেন্ড করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Mukesh Ambani: সেরা দশে জ্বলজ্বল করছে না মুকেশ আম্বানির নাম! ফোর্বসের তালিকা থেকে কোথায় হারিয়ে গেলেন তিনি?

গোটা এক সপ্তাহ জুড়ে এই বিরল ভিডিওটিকে ঘিরে তোলপাড় হচ্ছে সামাজিক মাধ্যম। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, একটা গাছের তলায় একাধিক চিতাবাঘ নিজেদের মতো করে বিশ্রাম নিচ্ছে। সম্ভবত তা গোটা চিতাবাঘের একটি পরিবার ছিল। আচমকাই চারিদিকে কিছু নেই, এক গ্রামবাসীকে চিতাবাঘগুলির দিকে হেঁটে এগিয়ে যেতে দেখা যায়। গ্রামবাসীর হাতে জলের বড় একটা পাত্র ছিল। তার হাতে থাকা জলের পাত্র থেকে একটি খাওয়ার পাত্রে বেশ খানিকটা জল ঢেলে দেন ওই ব্যক্তি। জল দেখেই বিশ্রাম ছেড়ে জল খেতে উঠে আসে ওই চিতা বাঘের দল।

আবার চিতাবাঘ গুলির সামনে বেশ কিছুক্ষণ বসে সময় কাটাতেও দেখা যায় ওই ব্যক্তিকে। পরবর্তীতে ভিডিওটির সত্যতা যাচাই করলে জানা যায় ওই ব্যক্তি ওই গ্রামের বাসিন্দা নন। তিনি স্থানীয় বন দফতরে গাড়ি চালক হিসেবে কর্মরত। ওই ব্যক্তির কথা সংবাদ মাধ্যমে প্রকাশ্যে আসতেই মধ্যপ্রদেশ বন দফতরের তরফে সত্যনারায়ণ গুর্জর নামের ওই ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। ইতিমধ্যেই তাকে তার পদ থেকে সাসপেন্ড করা হয়েছে।

যদিও বাঘ ও ব্যক্তির এমন অহিংস্রতার ছবি সামনে আসতেই ভালো মন্দ দুই ধরণের প্রতিক্রিয়া শোনা যাচ্ছে। এক অংশের নেটিজেন ওই ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ। এক নেটিজেনের তরফে মন্তব্য করা হয়েছে ‘ প্রচণ্ড দাবদাহে ওই প্রাণীগুলোর কথা কারোর মাথায় আসে না। এই ব্যক্তিটি তবু ভেবেছেন। ওদের মুখে জল তুলে দিয়েছেন। আপনাকে কুর্নিশ।’ আরও কিছু ভালো ভালো মন্তব্য সামনে এসেছে। তবে সমাজের নিয়ম অনুযায়ী কিছু সমালোচনাও ভাগ্যে জুটেছে ওই ব্যক্তির। কিছু নেটিজেন বিষয়টি ভালো চোখে দেখেননি।