Birbhum: ১ টাকায় শপিং, রংবেরঙের জামা কাপড়, খুদেদের মন ভরাতে ধামাকা অফার নিয়ে হাজির বীরভূমের যুবকরা

Birbhum: দুর্গাপুজোকে বাঙ্গালীদের সবচেয়ে বড় উৎসব বলা হয়ে থাকে। আর এই উৎসবে ধনী গরিব সকলেই নিজেদের মতো করে নতুন জামা কাপড় কিনে আনন্দে কাটান। নতুন জামা কাপড়ের কথা যখন আসে তখন পিছিয়ে পড়া কিছু মানুষদের দিকে তাকালে দেখা যায়, অভাবের মধ্যে সংসার টানতে গিয়ে সবার চাহিদা পূরণ করা যায় না। আর এইসব কথা মাথায় রেখেই বীরভূমের সিউড়ির উপহার ওয়েলফেয়ার সোসাইটি পুজোর আগে মাত্র এক টাকায় শপিংয়ের ধামাকা অফার নিয়ে হাজির হলো।

ওই সংস্থার তরফে শনিবার সিউড়ি সংলগ্ন ভুরকুনা অঞ্চলের শেখদিহি গ্রামের আদিবাসী শিশুদের জন্য এক টাকার বাজারের আয়োজন করে। তাদের এই উদ্যোগের মধ্য দিয়ে এই বছর এখনো পর্যন্ত ৭৭ জন শিশুর হাতে নতুন জামা কাপড় তুলে দেওয়া হল। তাদের পরিকল্পনা ১১১ জনকে এ বছর নতুন জামা কাপড় তুলে দেওয়া হবে।

সংস্থার সম্পাদক প্রিয়নীল পাল জানিয়েছেন, দানে নয় তারা উপহারে পছন্দ করেন। আর এসবের মধ্যেই এক টাকা করে নেওয়া হচ্ছে যাতে যারা নতুন পোশাক গ্রহণ করছেন তারাও বিষয়টি কারো দান হিসেবে গ্রহণ করছেন না সেটা যেন মনে করেন