১২ ফুটের ভয়ঙ্কর বিষধর সাপ খালি হাতে বাগে আনার চেষ্টা যুবকের

নিজস্ব প্রতিবেদন : সাপ দেখলেই এমনিতে হাড়হিম হয়ে যায় অধিকাংশ মানুষের। যে কারণে এই সাপের বিভিন্ন ধরনের ভিডিও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ার দর্শকদের। তবে এবার এমন একটি সাপের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে যা যেকোনো ব্যক্তির হাড়হিম করে দিতে পারে।

সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড হতে দেখা যায়। সেই সকল ভিডিওর মধ্যে বেশ কিছু ভিডিও আলাদাভাবে নজর কাড়ে। আলাদাভাবে নজর কাড়া এই সকল ভিডিওগুলি সহজে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সম্প্রতি সাপ নিয়ে এই যে ভিডিওটি আপলোড হয়েছে সোশ্যাল মিডিয়ায় তাতে দেখা গিয়েছে মাইক হোলস্টনকে।

মাইক হোলস্টন নিজেকে আসল টারজান অর্থাৎ দি রিয়াল টারজান বলে থাকেন। তিনি একজন পশুপ্রেমী। বিভিন্ন সময় বিপদে-আপদে পড়া বন্যপ্রাণীদের তিনি রক্ষা করে থাকেন। এবার তাকেই দেখা গেল একটি ১২ ফুটের ভয়ঙ্কর বিষধর খালি হাতে বাগে আনতে। এই ভিডিওটি না দেখলে বিশ্বাস হবে না সাপটি কতটা বড় এবং কিভাবে তাকে বাগে এনেছেন মাইক হোলস্টন।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে মাইক হোলস্টোন বিশাল ভয়ংকর বিষধর ওই সাপটির লেজে ধরে তাকে বাগে আনার চেষ্টা চালাচ্ছেন। সাপটিও ফণা তুলে আক্রমণের জন্য তৈরি। প্রথমদিকে যিনি এই মুহূর্তকে ক্যামেরাবন্দি করছিলেন তার দিকে সাতটি ফণা তুলে থাকলেও পরে তার গতিমতি পরিবর্তন হয়।

এরই মধ্যে যখন সাপটিকে প্রায় বাগে আনা সম্ভব হয়েছে সেই সময় আবার সাপটি মাইক হোলস্টোনকে তেড়ে আসার উপক্রম হয়। সেই সময় স্বাভাবিকভাবেই মাইক হোলস্টন সাপটিকে ছেড়ে ফেলার মত পরিস্থিতির মধ্যে পড়েন। তবে এরপর ফের তার চেষ্টা চলতে থাকে। এই সাপটিকে অবশ্য শেষ পর্যন্ত বাগে আনা সম্ভব হয়েছে কিনা তা ভিডিওতে দেখানো হয়নি।