Electric Scooter: স্কুল পড়ুয়াদের জন্য বাজারে আসল স্কুটারের কিং! রেজিস্ট্রেশন লাইসেন্স কিছুই লাগবে না

গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে বাজারে নিত্যনতুন মডেলের স্কুটি, বাইক নিয়ে আসছে বিভিন্ন নামিদামি কোম্পানি। যার ব্যবহার সহজ ও দামও গ্রাহকদের সাধ্যের মধ্যে। এবার এমনই এক ই-স্কুটার গ্রাহকদের জন্য হাজির করেছে জালিও লিটল গ্রেসিয়াস।

স্কুটারের চাহিদা এখন প্রত্যেকের ঘরে ঘরে। কাছে হোক বা কিছুটা দূরে, যাতায়াতের জন্য নিজের স্কুটারটিকেই ভরসা করেন গ্রাহকরা। স্কুল পড়ুয়া থেকে শুরু করে অফিস যাত্রী প্রত্যেকের কাজে লাগবে এই দুর্দান্ত ইলেকট্রিক স্কুটারটি।

আরও পড়ুন: AC: এই গরমে এসি কিনবেন ভাবছেন? দেড় টনের এসি চালানোর সময়সীমা জেনে নিন

বর্তমানে ডিজেল চালিত বাইকের তুলনায় বৈদ্যুতিক স্কুটারের চাহিদা অনেক বেশি গ্রাহকদের মধ্যে। এবার এই সেগমেন্টে জালিও লিটল গ্রেসি আরেকটি দুর্দান্ত স্কুটার বাজারে নিয়ে এসেছে। এই স্কুটারটির মূলত স্কুল পড়ুয়া, অফিস যাত্রী মহিলা ও গৃহবধূদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এটি চালানোর জন্য লাইসেন্স এবং আরটিও রেজিস্ট্রেশনের কোনও দরকার নেই।

ভারতীয় ইলেকট্রিক টু-হুইলার স্টার্টআপ জালিও লিটল গ্রেসিয়াস তাদের এই লেটেস্ট মডেলেটি লঞ্চ করেছে। স্কুটারটির দাম কত জানেন?
মাত্র ৪৯,৫০০ টাকা থেকে শুরু হচ্ছে এই ইলেকট্রিক স্কুটারটি। স্কুটারটির জন্য আরটিও থেকে রেজিস্ট্রেশনেরও করতে হবে না গ্রাহকদের। কোম্পানির তরফে জানানো হয়েছে, নন-আরটিও ইলেকট্রিক স্কুটারটি বিশেষভাবে স্কুল পড়ুয়াদের সুবিধার্থে তৈরি করা হয়েছে। যাতে তারা আরামে যাতায়াত করতে পারে।

জালিও গ্রেসির প্রতিটি মডেলে ৪৮/৬০V বিএলডিসি মোটর রয়েছে এবং এর ওজন ৮০ কেজি। তাই স্কুটারটি সর্বোচ্চ ১৫০ কেজি পর্যন্ত ওজন তুলতে পারে। স্কুটারটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫ কিমি। একবার চার্জ দিলেই এটিতে মাত্র ১.৫ ইউনিট বিদ্যুৎ খরচ হয়।

স্কুটারটির বিশেষ কিছু বৈশিষ্ট্য যা এটিকে অন্য স্কুটারের থেকে আলাদা করে তা হল এতে ডিজিটাল মিটার, ইউএসবি পোর্ট, অ্যান্টি থেফট অ্যালার্ম সহ সেন্টার লক, রিভার্স গিয়ার, পার্কিং সুইচ এবং অটো-রিপেয়ার সুইচের মতো অনেক আধুনিক বৈশিষ্ট্য উপস্থিত রয়েছে।