১১ টাকায় ১ গ্রাম সোনা, চকলেটের থেকেও দাম কম, প্রমাণ দিচ্ছে বিল

নিজস্ব প্রতিবেদন : আজকের দিনে দাঁড়িয়ে ১০ গ্রাম সোনার (Gold Price) দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৫৯ হাজার টাকা। সেই হিসেবে যদি ১ গ্রাম সোনার দাম হিসাব করা হয় তাহলে তা দাঁড়ায় প্রায় ৬ হাজার টাকা। কিন্তু এই এক গ্রাম সোনায় এক সময়ই পাওয়া যেত মাত্র ১১ টাকায়। বিশ্বাস না করার মতো হলেও সেই সময়ের একটি বিল এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

এত কম দামে যে সোনা বিক্রি হয় তা সত্যিই অবিশ্বাস্য। তবে ভাইরাল হওয়া ওই বিল থেকে সেই অবিশ্বাস করার বিষয়টি বিশ্বাসে দাঁড়িয়েছে। আবার অনেকে দাম শুনে ভাবতে পারেন, সে হয়তো হবে তবে এটা কয়েকশো বছর আগের ঘটনা হতে পারে। কিন্তু তাও নয়, এমন ঘটনা মাত্র ৬৪ বছর আগের।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সোনার দাম নিয়ে যে বিলটি ভাইরাল হয়েছে সেটি ১৯৫৯ সালের। ওই বিলটি মহারাষ্ট্রের বামন নিমবাজি অষ্টেকার নামে একটি অলঙ্কারের দোকানের। ৬৪ বছর আগের এই বিল দেখে এখন সোশ্যাল মিডিয়ার দর্শকরা বর্তমান সোনার দামের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। সত্যি বলতে যেভাবে সোনার দাম বৃদ্ধি পেয়েছে, সেইভাবে টাকার দাম বৃদ্ধি পায়নি।

বিলটিতে দেখা যাচ্ছে, শিবলিঙ্গ আত্মারাম নামে এক ব্যক্তি মহারাষ্ট্রের ওই দোকান থেকে সোনা এবং রুপো মিলে বেশ কিছু অলংকার ক্রয় করেন। তিন মার্চের সেই বিলে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে ১০ গ্রাম সোনার দাম নেওয়া হয়েছে মাত্র ১১৩ টাকা। সেই হিসাব অনুযায়ী ১ গ্রাম সোনার দাম দাঁড়ায় ১১ টাকা ৩০ পয়সা।

স্বাভাবিকভাবেই ভাবতে অবাক লাগে, এত অল্প টাকায় সোনা পাওয়া যেত এমনটাই। যদিও সেই সময় টাকার দাম অনেক ছিল। মানুষের হাতে ১০০ টাকা থাকা মানেই রাজকীয়ভাবে তার বেশ কয়েকদিন চলে যেতো। তবে সেই সময় কাল থেকে এখন যেভাবে সোনার দামের পার্থক্য তৈরি হয়েছে সেই পার্থক্য অনেক বেশি।