বাতিল হলো দূরপাল্লার ১০টি ট্রেন, রইলো তালিকা

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে করোনা সংক্রমণ ঠেকাতে গত ১৬ মে থেকে জারি করা হয়েছে কঠোর বিধি নিষেধ। এই বিধি-নিষেধ পূর্ণ লকডাউন না হলেও তা কার্যত লকডাউন। যার পরিপ্রেক্ষিতে আশঙ্কা করা হচ্ছিল দূরপাল্লার একাধিক ট্রেন বাতিল হতে পারে। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হলো। মঙ্গলবার পূর্ব রেলের তরফ থেকে জানানো হলো, বর্তমান করোনা পরিস্থিতির কারণে দূরপাল্লার ১০টি স্পেশাল ট্রেন বাতিল করা হচ্ছে।

এমনিতেই রাজ্যে মে মাসের প্রথম থেকেই রাজ্যে বন্ধ রয়েছে লোকাল ট্রেন। কারণ সেই সময় থেকেই করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্যে জারি করা হয় আংশিক লকডাউন। আর বর্তমানে কার্যত লকডাউন হওয়ার কারণে বন্ধ রয়েছে সমস্ত রকম গণপরিবহণ। আর এই পরিস্থিতিতে আগামী ১৯ শে মে থেকে নতুন করে পাঁচ জোড়া দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিলো পূর্ব রেল।

বাতিল হওয়া ট্রেনের তালিকা

১) ০২৩৪৩/০২৩৪৪ : শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদা স্পেশাল।

২) ০২২০১/০২২০২ : শিয়ালদা থেকে পুরী এবং পুরী থেকে শিয়ালদা স্পেশাল।

৩) ০২২৬১/০২২৬২ : কলকাতা থেকে হলদিবাড়ি এবং হলদিবাড়ি থেকে কলকাতা স্পেশাল।

৪) ০৩১৮১/০৩১৮২ : কলকাতা থেকে শিলঘাট এবং শিলঘাট থেকে কলকাতা স্পেশাল।

৫) ০৩০৬৩/০৩০৬৪ : হাওড়া থেকে বালুরঘাট এবং বালুরঘাট থেকে হাওড়া স্পেশাল।

[aaroporuntag]
প্রসঙ্গত, বর্তমান পরিস্থিতিতে এই প্রথম ট্রেন বাতিলের পথে হাঁটল পূর্ব রেল এমনটা নয়। এর আগেও মে মাসের শুরু থেকেই আন্তঃরাজ্য একাধিক ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। মূলত যাত্রীসংখ্যা কম এবং পরিচালন গত কাঠামোর অভাবে এই সকল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে তারা।