ক্ষণিকের কালবৈশাখীতে তছনছ ১২-১৫ টি বাড়ি

হিমাদ্রি মণ্ডল : সুপার সাইক্লোন আমফান গত সপ্তাহের বুধবার তছনছ করে দিয়ে গেছে পশ্চিমবঙ্গের ৭ জেলা। আমফানে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা আর দুই মেদিনীপুর। তবে এবার আমফান নয় বরং ক্ষণিকের ঘূর্ণিঝড়ে (কালবৈশাখী) ক্ষতিগ্রস্ত হলো বীরভূমের ১২ থেকে ১৫ টি বাড়ি।

ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ির ১ নম্বর ব্লকের আলুন্দা গ্রাম পঞ্চায়েতের বড় আলুন্দা, নন্দপুর এই সকল গ্রামে। রবিবার দিনভর ভ্যাপসা গরমের পর সন্ধ্যার দিকে হঠাৎ দমকা হাওয়ার দাপট দেখা যায়। ঠিক সেই সময় ক্ষণিকের জন্য এই সকল এলাকায় হঠাৎ প্রাদুর্ভাব হয় কালবৈশাখীর। ঠিক যেন ঘূর্ণিঝড়ের মতো। আর তারপরেই ক্ষতিগ্রস্ত হয় ১২ থেকে ১৫ টি বাড়ি, পাশাপাশি ২০ থেকে ২৫ টি গাছ ও দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ায় গ্রামে এখন বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে। তবে গতকালকের এই কালবৈশাখীতে কেবলমাত্র ওই দুটি গ্রাম নয় পাশাপাশি ক্ষতির সম্মুখীন সিউড়ীর ১ নম্বর ব্লকের ভান্ডিরবন, মহঃবাজার থানা এলাকার বাহিরা গ্রামেরও বেশ কয়েকটি বাড়ি। যখন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সাত জেলায় সুপার সাইক্লোন আমফানের তাণ্ডবের ছবি এখনো ডগডগ করছে, তখন এমন কালবৈশাখীর তাণ্ডবে রীতিমতো ভীত এলাকার বাসিন্দারা।

রবিবার সন্ধ্যার ঘটনা নিয়ে গ্রামবাসীরা জানান, “হঠাৎ ঘূর্ণিঝড়ের মত ঘুরতে ঘুরতে চলে এলো। তারপরেই আমাদের বাড়ি ঘরগুলির কারোর চাল বা কারো অন্যকিছু ভেঙে পড়েছে। বাড়ি ঘর ভাঙ্গার পাশাপাশি ভেঙেছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি।”